Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on April 03, 2015, 02:54:54 PM
-
বড় স্থাপনা বা ভবনে মোবাইল ইন্টারনেটের ধীরগতি ও নেটওয়ার্ক সমস্যা সমাধানে ‘রেডিও ডট’ নামে নতুন ডিভাইস নিয়ে এসেছে টেলিযোগাযোগ সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসন।
(https://hugin.info/1061/I/1731153/36356.jpg)
বাংলাদেশের মোবাইল ফোন অপারেটররা এ ডিভাইস ব্যবহার করে খুব সহজেই বড় স্থপনা বা ভবনের ভেতর ইন্টারনেট ধীরগতি ও নেটওয়ার্ক সমস্যার সামাধান করতে পারবে।
বৃহস্পতিবার বাংলাদেশ এরিকসন প্রধান কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজ।
তিনি বলেন, বড় বড় ভবন ও স্থাপনায় মোবাইল ইন্টারনেটে ধীরগতি ও নেটওয়ার্ক সমস্যা বা ভয়েস কলে সমস্যা দেখা যায়। শহরগুলোতে বড় বড় ভবন ও অন্যান্য স্থাপনা থাকতে মোবাইল তরঙ্গ (স্পেকট্রাম) বাধাগ্রস্ত হয়। এর ফলে গ্রাহকরা মোবাইল ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েন।
এছাড়া একই স্থানে বহুসংখ্যক গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করলেও একই সমস্যা হতে পারে। এসব সমস্যা সামাধানে ‘রেডিও ডট’ ডিভাইস খুব সহজেই সমাধান করবে বলে জানান রাজ।
এরিকসন বাংলাদেশের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আবদুস সালাম বলেন, “এ বছর বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ডিভাইসটি উদ্বোধন করা হয়। বাংলাদেশের মোবাইল অপারেটরদের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। অপারেটরদের মধ্যে অনেকেই এ ডিভাইস ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে।
“এ ডিভাইসটি তৈরি করা হয়েছে মূলত বাধাহীন থ্রিজি বা এর চেয়ে উচ্চগতির ইন্টারনেট ও ভয়েস সেবার জন্য। অপারেটরা মাত্র ৩০০ গ্রাম ওজনের এ ডিভাইস ব্যবহার করে বড় স্থাপনা বা ভবনগুলোতে মোবাইল ইন্টারনেটের ধীরগতি সমস্যা সমাধান করতে পারবেন বলে আশা করি।
“রেডিও ডট এর জন্য সরাসরি বিদ্যুৎ সংযোগের প্রয়োজন নেই, ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে সংযুক্ত থেকে ডিভাইসটি চলে, যে ক্যাবলটি বেস স্টেশনে সংযুক্ত অভ্যন্তরীণ রেডিও ইউনিটের সাথে যুক্ত থাকে ।”
-
জানলাম। ভাল লাগলো পোস্টটি।