নিউ ইয়র্কের জনপ্রিয় জুতো প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিজ মোজ এনেছে সেলফি জুতো। এপ্রিল ফুল কৌতুক হিসাবে প্রতিষ্ঠানটি এধরণের জুতার প্রচারণা চালায়।
(http://tech.priyo.com/files/styles/img_article/public/201504/selfie-shoes-21.jpg?itok=9-nRZjKC)
মিজ মোজের পক্ষ থেকে বলা হয়েছে, সেলফি-স্টিক ছাড়া যে সব ছবি তোলা হয় তা খুব একটা ভালো হয় না। আবার ভালো জায়গায় ভালো ছবি পাওয়ার জন্য স্টিক সব সময় সঙ্গে রাখাটাও ভালো দেখায় না। সেজন্য আনা হয়েছে সেলফি জুতো। এতে যে কোনো জায়গায় যখন খুশি তখন ছবি তোলা যাবে। আর ছবি তুলতে পায়ের আঙুল দিয়ে সেন্সরে চাপ দিলেই ছবি উঠবে।
- [Source: http://tech.priyo.com]