Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: fernaz on April 04, 2015, 10:42:48 AM

Title: যুক্তরাষ্ট্রে ড্রোন দিয়ে পন্য সরবরাহ করবে অ্যামাজন
Post by: fernaz on April 04, 2015, 10:42:48 AM
মার্কিন কেন্দ্রীয় বিমানচালনা প্রশাসন-এফএএ, ইন্টারনেটভিত্তিক শপিং জায়ান্ট অ্যামাজান ডট কম কে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির জন্য মিনি ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে।

ইন্টারনেট জায়ান্ট অ্যামাজান তাদের ড্রোন ডেলিভারি সেবার নাম দিয়েছে ‘প্রাইম এয়ার’। ২০১৩ সালের ডিসেম্বরে ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আর ২০১৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে ড্রোন ব্যবহার করে পণ্য পরিবহনের অনুমতি চেয়েছিল অ্যামাজন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে অ্যামাজনের ড্রোনগুলো শুধু দিনের বেলা চলাচল করতে পারবে এবং ৪০০ ফুট বা তার কম উচ্চতায় ওড়ানো যাবে।

উল্লেখ্য, আপাতত যুক্তরাষ্ট্রে ড্রোন ব্যবহারের অনুমতি পাওয়ার পর আরও কয়েকটি দেশে এ ধরনের সেবা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে অ্যামাজন।

তথ্যসুত্রঃ ম্যাশেবল

Title: Re: যুক্তরাষ্ট্রে ড্রোন দিয়ে পন্য সরবরাহ করবে অ্যামাজন
Post by: akhishipu on April 08, 2015, 01:54:00 PM
Good to know this.