Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: abdussatter on April 05, 2015, 02:30:37 PM

Title: গ্যালিলিওর জোড়া স্যাটেলাইট
Post by: abdussatter on April 05, 2015, 02:30:37 PM
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) গ্যালিলিও প্রকল্পের একজোড়া (সপ্তম ও অষ্টম) কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আজ শুক্রবার যাত্রা শুরু করতে যাচ্ছে
 প্রাথমিক সেবা শুরু: ২০১৬ সালের শেষ পর্যায়ে
 পূর্ণাঙ্গ কার্যক্রম: ২০২০ সালে
যুক্তরাষ্ট্রের জিপিএস নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী
অন্যান্য প্রকল্প:
 গ্লোনাস (রাশিয়া)
 বেইদু (চীন)
 কিউজেডএসএস (জাপান)
গ্যালিলিও
৩০টি স্যাটেলাইটের একটি ‘পুঞ্জ’
উচ্চতা: ২৩২২২ কিলোমিটার
প্রেসিশন: ১ মিটার
পরীক্ষামূলক চারটি স্যাটেলাইট ইতিমধ্যে পৃথিবীর কক্ষপথে অবস্থান করছেআরও দুটি যাত্রা শুরু করবে আগামী ২২ আগস্ট এবং সেগুলো গোটা যোগাযোগব্যবস্থারঅন্তর্ভুক্ত হবেএই যোগাযোগব্যবস্থায় অন্তত চারটি স্যাটেলাইটের সংকেতের সাহায্যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও সময় নির্ণয় করা হয় প্রতিটি স্যাটেলাইট সাংকেতিক বেতার তরঙ্গ দিতে পারে যোগাযোগকেন্দ্র  সংকেতগুলোকে সুসংগত করে

প্রয়োগ:
দিকনির্দেশনাব্যবস্থা, যানবাহনের অবস্থান নির্ণয়, সমুদ্র বা পর্বতে দিক নির্ণয়, সীমান্ত নিয়ন্ত্রণ ইত্যাদি
সূত্র: ইএসএ/এএফপি
Title: Re: গ্যালিলিওর জোড়া স্যাটেলাইট
Post by: Esrat on April 07, 2015, 12:51:28 PM
 :)
Title: Re: গ্যালিলিওর জোড়া স্যাটেলাইট
Post by: mahmud_eee on May 14, 2015, 08:38:47 AM
The world in advancing, where we actually are??
Title: Re: গ্যালিলিওর জোড়া স্যাটেলাইট
Post by: mostafiz.eee on July 16, 2015, 11:31:13 AM
Nice post.
Title: Re: গ্যালিলিওর জোড়া স্যাটেলাইট
Post by: abdussatter on August 26, 2015, 10:22:40 AM
 :)
Title: Re: গ্যালিলিওর জোড়া স্যাটেলাইট
Post by: Kazi Taufiqur Rahman on November 23, 2015, 06:06:16 PM
Thanks for sharing. :)