Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on April 07, 2015, 12:26:45 PM

Title: ক্রোমবিট যেকোনো ডিসপ্লে'কে পিসি'তে রূপান্তরিত করবে
Post by: riazur on April 07, 2015, 12:26:45 PM
(http://tech.priyo.com/files/styles/img_article/public/201504/chromebit.jpg?itok=Z1sFZhXi)
সার্চ জায়ান্ট গুগল একটি নতুন ধরণের ক্রোম ডিভাইস উন্মুক্ত করতে যাচ্ছে। ক্রোম অপারেটিং সিস্টেম ভিত্তিক এই ডোঙ্গলে রয়েছে ক্রোমবুকের বেশীরভাগ ফিচার ও বৈশিস্ট।

এক ব্লগ পোস্টে বলা হয়, ডিভাইসটি একটি ক্যান্ডি বারের চাইতেও আকারে ছোট। শুধুমাত্র যেকোনো ডিসপ্লে'র সাথে এটি প্লাগ ইন করলেই এটি কম্পিউটারে পরিণত হবে। এটি স্কুল এবং ব্যাবসার ক্ষেত্রে দারুন কাজে দিবে যেখানে ল্যাপটপ বহন করা ঝামেলা। আসুসের সাথে যৌথ ভাবে ডিভাইসটি বের করা হয়েছে। এটিতে ৬৪ জিবি স্টোরেজ, ২ জিবি র‍্যাম এবং ৩২৮৮ প্রসেসর রয়েছে। ডিভাইসটির দাম হবে ১০০ ডলার। তবে এখনই পাওয়া যাবেনা ডিভাইসটি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এর জন্য।

উল্লেখ্য, গুগল, এসার, লেনোভো, ডেল এবং এলজি সহ অন্যান্য নির্মাতাদের সঙ্গে ক্রোম ডিভাইস উৎপাদন করে থাকে।