Daffodil International University

Health Tips => Health Tips => Heart => Topic started by: rumman on April 13, 2015, 12:31:08 PM

Title: লম্বা মানুষের হৃদরোগঝুঁকি কম
Post by: rumman on April 13, 2015, 12:31:08 PM
উচ্চতা যাদের তুলনামূলক বেশি তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় কম। যুক্তরাজ্যের লাইচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের গবেষণায় তেমনটাই দেখা গেছে।

প্রায় দুই লাখ মানুষের ডিএনএর (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) ওপর গবেষণা শেষে এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, প্রাপ্তবয়স্কদের গড় উচ্চতার চেয়ে প্রতি আড়াই ইঞ্চি বাড়তি উচ্চতার ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি সাড়ে ১৩ শতাংশ কম। বিপরীতে কম উচ্চতার মানুষের ক্ষেত্রে একই হারে হৃদরোগের ঝুঁকি বেশি। গবেষক অধ্যাপক স্যার নিলেশ সামানি জানান, ধূমপান এই ঝুঁকি ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। তাই উচ্চতা কম হোক বা বেশি, সুস্থ জীবনযাপনের ওপর জোর দেন তিনি।

গবেষণায় আরো দেখা গেছে, কম উচ্চতার সঙ্গে সম্পর্কিত জিনগুলো রক্তে কোলেস্টেরল ও চর্বি বৃদ্ধি করে। গবেষকদের বিশ্বাস, উচ্চতা বৃদ্ধিতে সহায়ক জিনগুলো রক্তের ধমনি সবল করে। এ ছাড়া একই সঙ্গে উচ্চতা ও হৃদযন্ত্র নিয়ন্ত্রণ করে, এমন একটি ডিএনএ সংযোগও খুঁজে পেয়েছেন গবেষকরা। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/04/13/210045#sthash.9Quzz3r0.dpuf
Title: Re: লম্বা মানুষের হৃদরোগঝুঁকি কম
Post by: Anuz on October 02, 2016, 08:31:58 PM
 :)