Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on April 18, 2015, 01:31:40 PM

Title: মোটা হলেও ক্ষতি নেই, কারণ..
Post by: riazur on April 18, 2015, 01:31:40 PM
আপনি কি মোটা! তাহলে আপনার জন্য সুখবর। মধ্য কিংবা বৃদ্ধ বয়েসে আপনি মোটা হলে আপনার স্মৃতিলোপ পাওয়ার ঝুঁকি কমে যেতে পারে। বিজ্ঞানীদের একটি গবেষণায় বলা হচ্ছে, মধ্য ও বৃদ্ধ বয়েসে আপনি মোটা হলে আপনার স্মৃতিলোপ পাওয়ার ঝুঁকি কমে যেতে পারে।
ব্রিটেনে মধ্য বয়সী ৫৫ কিংবা তার চেয়েও বেশি প্রায় কুড়ি লাখ মানুষের ওপর একটি গবেষণা চালানো হয়েছে সম্প্রতি। প্রায় ২০ বছর ধরে একটি সমীক্ষা চালানো হয়। এই বিষয়ে এতো বড়ো আকারের গবেষণা এটাই প্রথম।
কিন্তু গবেষণার ফলাফলে বিজ্ঞানীরা যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, জীবনের শেষের দিকে যাদের ওজন কম, মোটা লোকদের তুলনায় তাদের স্মৃতিলোপ পাওয়ার আশঙ্কা বেশি। ফলাফলে বলা হচ্ছে, কম ওজনের লোকজনের স্মৃতিলোপ পাওয়ার ঝুঁকি ৩৯ শতাংশ। কিন্তু বেশি ওজনের লোকদের জন্যে এই ঝুঁকি ১৮ শতাংশ আর অতিরিক্ত মোটা লোকদের জন্যে তা ২৪% মাত্র। বর্তমানে এই স্মৃতিলোপ পাওয়া মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে।
ধারণা করা হয়, ২০৫০ সালের মধ্যে স্মৃতিভ্রষ্ট মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ কোটি। এই রোগের এখনও কোনও কার্যকরী চিকিৎসা আবিষ্কৃত হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল সবার জন্যেই বিস্ময়ের। তবে এটাও ঠিক যে বিজ্ঞানীরা এ বিষয়ে অনেক প্রশ্নই অমীমাংসিত রেখেছেন।