Daffodil International University

Famous => History => Topic started by: Lazminur Alam on April 18, 2015, 03:55:27 PM

Title: কীভাবে এল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
Post by: Lazminur Alam on April 18, 2015, 03:55:27 PM
ক্রিকেটের বিশ্ব সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালের জুন মাসে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ক্রিকেট পরিচালনা সংস্থার তৎকালীন নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। ইংল্যান্ডের পাশাপাশি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেই সে সময় ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সের সদস্যপদ সীমাবদ্ধ রাখা হয়েছিল। এই তিনটি দেশই সুযোগ পেত পাঁচ দিনের টেস্ট ম্যাচে অংশ নেওয়ার। পরে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে টেস্ট মর্যাদা দিয়ে এই সংস্থার সদস্য করা হয়।
১৯৫২ সালে সপ্তম দেশ হিসেবে পাকিস্তান টেস্ট মর্যাদা লাভ করে। ১৯৬৫ সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সের নাম পাল্টে রাখা হয় আন্তর্জাতিক ক্রিকেট কনফারেন্স। ২০০০ সালের জুনে দশম দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয় বাংলাদেশ। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট কনফারেন্সের নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন করা হয়। নতুন নাম রাখা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আইসিসি ওয়েবসাইট অবলম্বনে
Title: Re: কীভাবে এল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
Post by: Tofazzal.ns on May 23, 2015, 05:44:15 PM
Thanks to share the informative post....