Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nmoon on April 20, 2015, 02:28:21 PM

Title: পানি দিয়ে তৈরি করুন গানের সুর
Post by: nmoon on April 20, 2015, 02:28:21 PM
আপনারা পানি দিয়ে গানের সুর তৈরি করা যায় তা কি আগে শুনেছেন ? চলুন দেখে নেওয়া যাক কি ভাবে পানি দিয়ে গানের সুর তৈরি করা যায়।

কি কি লাগবেঃ

৪-৫ টা পানির গ্লাস

একটা পেন্সিল

পরীক্ষাঃ

প্রথমে ৪-৫ টা পানির গ্লাসকে এক লাইনে সাজাবো

তারপর, প্রতিটা গ্লাস ভিন্ন ভিন্ন পরিমাণের পানি নিয়ে পরিপূর্ণ করি। অর্থাৎ, প্রথম গ্লাসে অল্প পরিমাণ পানি, পরবর্তী গ্লাসে আগের চেয়ে একটু বেশী পরিমাণের পানি নিবো। এভাবে শেষ গ্লাসটিতে সবচেয়ে বেশী পরিমাণ পানি নিয়ে পরিপূর্ণ করবো।

এবার, একটা পেন্সিল দিয়ে যে গ্লাসটিতে সবচেয়ে কম পরিমাণ পানি নেওয়া হয়েছে ও যে গ্লাসটিতে বেশী পরিমাণ পানি নেওয়া হয়েছে তা আঘাত করে দেখি আচ্ছা, আপনি যে দুইটা গ্লাসে আঘাত করেছেন তা কি একই শব্দ উৎপন্ন করছে?
এবার, পেন্সিল দিয়ে বাকি গ্লাসগুলোতে আঘাত করুন। মজার বিষয় হচ্ছে, আপনি প্রতিটা গ্লাস থেকে ভিন্ন ভিন্ন শব্দ শুনতে পারবেন। এবার একটা ক্রম(Sequence) বজায় রেখে গ্লাসে আঘাত করতে থাকুন, দেখবেন শব্দের ভিন্নতার কারণে একটা সুন্দর সুর আপনি শুনতে পারবেন।


ফলাফলঃ প্রতিটা গ্লাসের শব্দের ভিন্নতা গ্লাসের পানির পরিমাণের উপর নির্ভর করে। যে গ্লাসটিতে সবচেয়ে কম পরিমাণ পানি রয়েছে তার শব্দের তীক্ষ্ণতা সবচেয়ে বেশী ও যে গ্লাসে সবচেয়ে বেশী পরিমাণ পানি রয়েছে তার তীক্ষ্ণতা সবচেয়ে কম।
Title: Re: পানি দিয়ে তৈরি করুন গানের সুর
Post by: akhishipu on April 20, 2015, 02:56:09 PM
informative.