Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nmoon on April 20, 2015, 02:29:02 PM

Title: ভুলে পাঠানো মেসেজ ডিলিট করতে অ্যাপস 'রাকিম'
Post by: nmoon on April 20, 2015, 02:29:02 PM
প্রিয়জনকে মেসেজ পাঠাতে গিয়ে তা ভুল করে পাঠিয়ে দিয়েছেন অন্য কাউকে। আর তার জেরে চিন্তায় ঘুম চলে যাওয়ার উপক্রম। ভাবছেন সব জেনে গেল। এই রকম ঘটনা অনেকের ক্ষেত্রেই মাঝে মাঝে ঘটে থাকে। এই ভুলের ফলে অনেক সমস্যারও সন্মুখীন হয়েছেন অনেকে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন এসে গিয়েছে৷ এবার ভুল করে অন্যকে মেসেজ বা বার্তা পাঠালেও তা আপনি ডিলিট করতে পারবেন আপনার মোবাইল থেকে। এমনই নয়া অ্যাপ বাজারে আসল। নয়া এই অ্যাপের নাম 'রাকিম'। এই অ্যাপের সাহায্য নিজের ফোন থেকেই ডিলিট করে ফেলতে পারবেন অন্যকে পাঠানো কোনও অপ্রয়োজনীয় SMS।
ডিলিট করা মাত্রই আপনার সেন্ডবক্স ও অন্য ব্যক্তির ইনবক্স থেকে মুছে যাবে আপনার ভুল করে পাঠানো SMS টি।
Title: Re: ভুলে পাঠানো মেসেজ ডিলিট করতে অ্যাপস 'রাকিম'
Post by: akhishipu on April 20, 2015, 02:55:38 PM
Liked it.