Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nmoon on April 26, 2015, 04:00:07 PM

Title: সহজেই জটিল রোগ নির্ণয় করবে অ্যাপ
Post by: nmoon on April 26, 2015, 04:00:07 PM
কিছুদিন আগেই মার্কিম গবেষণাকারীরা দাবি করেছিলেন, তারা এমন একটি অ্যাপ আনতে চলেছেন যার সাহায্যে খুব সহজেই জটিল রোগ নির্ণয় করা যাবে৷গবেষণাকারীদের ঘোষণা মতোই আনা হল সেই রোগ নির্ণয়কারী অ্যাপটি৷ নয়া এই অ্যাপটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে ক্যান্সার নির্ণয় করা যাবে বলে গবেষনাকারীদের তরফে জানানো হয়েছে৷
নয়া এই অ্যাপটিপ নাম নাম ডি৩৷গবেষণাকারাদের তরফে জানানো হয়েছে, এই অ্যাপটি কিনতে গ্রাহককে খরচ করতে হবে ১.৮ ডলার৷তবে আপাতত চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই অ্যাপটি আপাতত ব্যবহার করতে পারবেন৷জানা গিয়েছে, নয়া এই অ্যাপটি রক্তের সেলের যাবতীয় তথ্য পাওয়া যাবে৷বলার অপেক্ষা রাখে না নয়া এই অ্যাপ চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে দেবে বেশ কয়েকগুন৷