Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: sadiur Rahman on April 30, 2015, 05:00:23 PM

Title: ফেসবুকের নতুন প্রাইভেসি গাইডলাইন
Post by: sadiur Rahman on April 30, 2015, 05:00:23 PM
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, প্রাইভেসি সেটিং সহজ করতে ব্যবহারকারীদের জন্য নতুন গাইডলাইন নিয়ে এল।

দীর্ঘদিন পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীদের জন্য সবরকম প্রাইভেসির সুবিধা দিলেও এর সেটিং প্রক্রিয়া ছিল বেশ জটিল। ফলে নতুন গাইডলাইন এটিকে আরও সহজ করবে। নতুন পোর্টালে রয়েছে ১১টি ভিজুয়াল ও ইন্টার‌্যাকটিভ গাইডলাইন। এর মাধ্যমে জানা যাবে কীভাবে তথ্য সুরক্ষিত রাখতে হয়, এবং তথ্য কেউ চুরি করতে চাইলে কীভাবে তা বোঝা যাবে। “হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিওর”(How to keep your account secure) সেকশনে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ থাকবে। সেইসঙ্গে অ্যাকাউন্ট হ্যাক হলে কী করতে হবে সে বিষয়েও থাকবে পরামর্শ। সংস্থার ব্লগ পোস্টে ফেসবুকের প্রডাক্ট ম্যানেজর মেলিসা লু-ভান জানিয়েছেন, ফেসবুকের সিকিওরিটি সেটিং নিয়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতেই এই নতুন গাইডলাইন। অনলাইনে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় ফেসবুক এই সুরক্ষা ব্যবস্থা আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মেলিসা।

৪০টি ভাষায় পাওয়া যাবে এই গাইডলাইন। ফোন, ট্যাবলেট, কম্পিউটার থেকে জেনে নেয়া যাবে এই গাইডলাইন।

তথ্যসুত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
Title: Re: ফেসবুকের নতুন প্রাইভেসি গাইডলাইন
Post by: asitrony on July 02, 2015, 11:19:54 PM
Good decision!
Title: Re: ফেসবুকের নতুন প্রাইভেসি গাইডলাইন
Post by: Nujhat Anjum on December 06, 2016, 05:14:07 PM
Thanks for sharing.
Title: Re: ফেসবুকের নতুন প্রাইভেসি গাইডলাইন
Post by: shalauddin.ns on January 22, 2017, 07:59:06 PM
we all  should know that.