Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: JEWEL KUMAR ROY on May 03, 2015, 02:32:23 PM
-
১১০ বলে সৌম্যর অপরাজিত ১২৭ রানের ইনিংসটি সাহসের এক প্রদর্শনী বটে! যে ইনিংসটিকে মণিমুক্তাখচিত করে তুলেছে ১৩টি চার আর ৬টি ছয়।
বাংলাদেশকে জিতিয়ে যখন মুশফিকুর রহিমের সঙ্গে মাঠ ছাড়ছেন সৌম্য, তখন তাঁর নামের পাশে অপরাজিত ১২৭ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সৌম্যকে এনে দিল ম্যাচসেরার পুরস্কারও।