Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mahmud_eee on May 04, 2015, 02:03:40 PM

Title: বিস্ময়ের নায়াগ্রা জলপ্রপাত
Post by: mahmud_eee on May 04, 2015, 02:03:40 PM
পৃথিবীতে এমন অনেক কিছু আছে, যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম। পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এটি। এই জলপ্রপাতকে ঘিরে রয়েছে অনেক মজার তথ্য।

নায়াগ্রা জলপ্রপাত কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতা ১৬৭ ফুট বা ৫১ মিটার। মজার ব্যাপার হল, নায়াগ্রা জলপ্রপাত গঠিত কানাডা ফলস, আমেরিকান ফলস ও ব্রাইডাল ভিল ফলস নামের ভিন্ন ভিন্ন তিনটি জলপ্রপাত নিয়ে। এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড় কানাডা ফলস।

এই কারণে অন্যান্য জলপ্রপাতগুলোর চেয়ে নায়াগ্রার স্রোত ঢের বেশি। নায়াগ্রা জলপ্রপাতের এই স্রোতকে কাজে লাগিয়ে প্রতি বছর ব্যাপক পরিমাণে তড়িৎ শক্তিও উৎপাদন করা হয়। 

নায়াগ্রা জলপ্রপাতে স্রোতের শব্দ এতটাই তীব্র যে, অন্য কোনো শব্দ স্রোতের শব্দের কারণে কানে পৌছায় না।
এটি দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় জমান।

মূলত, অষ্টাদশ শতক থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায়। এখানে প্রতি বছরে প্রায় ৩০ মিলিয়ন পর্যটক আসেন।

আমাদের দেশের অনেক সৌখিন মানুষ প্রায়ই যেয়ে থাকেন বিদেশ ভ্রমণে। আর ভ্রমণে গেলে এই নায়াগ্রা জলপ্রপাত ঘুরে আসলে মন্দ হবে না।