Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on May 06, 2015, 01:02:55 PM

Title: চশমা বলে দিবে মনের কথা!
Post by: riazur on May 06, 2015, 01:02:55 PM
চশমা চোখে থাকলে জানা যাবে অন্যদের মনের কথা! সাম্প্রতিক এমনই এক চশমা তৈরি করেছে পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। এইচশমা পরিহিতরা দৃষ্টির সীমায় অন্যদের মনের অনুভূতি জানতে পারবেন।
মাইক্রোসফটের এই চশমায় 'ইমোশন ডিটেকশন ফিডব্যাক সিস্টেম' ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফট ২০১২ সালে এই চশমার কাজে হাত দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি চশমার প্যাটেন্ট করিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের চশমা পরিহিতরা দৃষ্টির সীমায় আশে পাশের মানুষের মনের অনুভূতি জানতে পারবে। এটি একক ও দলগত ভাবেও অনুভূতি জানাতে কাজ করবে। এই কাজ হবে সবার অগোচরে।
এই চশমায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চশমার নোজ প্যাডে রয়েছে মাইক্রোফোন। এগুলো সাবজেক্ট থেকে অডিও ও ভিজুয়াল সংগ্রহ করবে। এরপর সাবজেক্টের মুখমন্ডল, কথা বলার ভঙ্গীমা, অঙ্গভঙ্গী এবং চোখের পাতা পর্যবেক্ষণ করে মাইক্রোসফটের ডাটাবেজে পাঠাবে। এরপর ইমোশন ডিটারমিনেশনের সাহায্য চশমা জানাবে কার মনের অবস্থা কি।