!!!!হ্যাকারদের কবলে কাসপারস্কি এন্টিভাইরাস ওয়েবসাইট !!!!
অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান কাসপারেস্কির ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। সাড়ে তিন ঘণ্টার জন্য এ ওয়েবসাইট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। হ্যাক করার পর হ্যাকাররা এ সাইট ব্যবহারকারীদের ভুয়া অ্যান্টিভাইরাস কেনার জন্য অন্য ওয়েবসাইটে প্রবেশে বাধ্য করে। ফলে ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই এ সময় ভুয়া অ্যান্টিভাইরাস ডাউনলোড করেছেন। কাসপারেস্কি জানিয়েছে, ‘তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন’-এর মাধ্যমে খুবই সূক্ষ্মভাবে হ্যাকাররা ওয়েবসাইটটিতে আক্রমণ চালিয়েছে। ভুয়া অ্যান্টিভাইরাস ডাউনলোড করেছেন এমন ব্যবহারকারীদের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গবেষকরা সহায়তা করবেন।
সূত্র : ইন্টারনেট