Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nmoon on May 12, 2015, 04:38:20 PM

Title: ভোর বেলা অধিক হার্ট এ্যাটাক হওয়ার কারণ
Post by: nmoon on May 12, 2015, 04:38:20 PM
গবেষণায় দেখা গেছে ভোর বেলা হার্ট এ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে। এ কথা অনেকেই জানে। কিন্তু নতুন কথা হচ্ছে, খুব সকালে হার্ট এ্যাটাক এবং স্ট্রোকের এর কারণ কি, সাম্প্রতি এক গবেষণায় গবেষকরা সে বিষয়টিও আবিষ্কার করেছেন।
সকাল বেলা রক্ত জমাট বেঁধে থাকে, ফলে মস্তিষ্কে ও হার্টে প্রোটিন পৌছাতে সময় লাগে। এ সময়ের মধ্যে হার্ট এটাক হয়ে যায়। বস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন্স হসপিটাল অ্যান্ড ওরগ্যান হেল্থ অ্যান্ড সায়েন্স ইউনির্ভাসিটির একটি সমীক্ষা দাবি করেছে এমনটাই। গবেষকরা বলছেন, প্রোটিন, প্লাসমিনোজেন অ্যাকটিভিটের ইনহিবিটর-1 (PAI-1), কারণে সকালবেলা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। গবেষক ফ্রাঙ্ক শিয়র জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা নাগাদ শরীরে PAI-1 সবথেকে বেশি মাত্রায় থাকে।
অন্য গবেষক স্টিভেন শি-র মতে, সকালবেলা মানুষের সার্কাডিয়ান সিস্টেমে PAI-1 সবথেকে বেশি মাত্রায় সঞ্চালিত হয়। হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলে সেই সঞ্চালনের মাত্রা কম হয়। স্ট্রোক হলে মস্তিষ্কে রক্ত সঞ্চালনকারী ধমনী বাধাপ্রাপ্ত হয়। ফলে প্রয়োজনীয় রক্ত মস্তিষ্কে পৌছতে পারে না। যে কোনও ধরণের স্ট্রোক পুরুষদের থেকে মহিলাদের জন্য বেশি ক্ষতিকারক বলেও মন্তব্য করেছেন গবেষকরা।-সূত্র: এক্সপ্রেস।