Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: fahmidsadeque on May 14, 2015, 12:39:24 PM

Title: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ
Post by: fahmidsadeque on May 14, 2015, 12:39:24 PM
১৯৭১ এর মুক্তিযুদ্ধ আমাদের বাঙ্গালিদের আবেগের অংশ। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু আমরা তরুণরা মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রায় কিছুই জানি না। অনেকেই বলেছেন যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চান কিন্তু সঠিক নির্দেশনার অভাবে তথ্য খুঁজে পান না। অথচ ইন্টারনেট এ অনেক তথ্য দেয়া আছে। যা একটু কষ্ট করলেই খুঁজে পাওয়া সম্ভব। মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি বেশি জানতে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহূল কিছু ওয়েবসাইট এর ঠিকানা।

১।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (http://www.molwa.gov.bd///মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়) এর ওয়েবসাইটটি বেশ উপকারী। এতে অনেক বেশি তথ্য না থাকলেও মুক্তিযুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জানতে এর সাহায্য নেয়া যেতে পারে। এর ইতিহাস অংশটি বেশ কাজের।
২। মুক্তিযুদ্ধের সময় বিদেশি পত্রিকা গুলোতে যে সব প্রতিবাদন ছাপান হয়েছিল তার বাংলা অনুবাদ পেতে হলে BANGLADESH GENOCIDE ARCHIVE (http://www.genocidebangladesh.org/?page_id=383//BANGLADESH GENOCIDE ARCHIVE) নামক ওয়েবসাইটটির সাহায্য নিতে পারেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন।
৩। মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক প্রয়োজনীয় ওয়েবলিঙ্ক পাবেন মুক্তিসেনার (http://muktisena.blogspot.com/2008/11/blog-post_06.html//মুক্তিসেনার) ঠিকানায়। তবে এর সবগুলো লিঙ্ক কাজ করছে না। আশা করি অতি দ্রুত এর কর্তৃপক্ষ যথাযত ব্যবস্থা নিবেন।
৪। মুক্তিযুদ্ধ সম্পর্কিত যাবতীয় বইপত্র, গল্প-উপন্যাস, দলিল এর তালিকা পাওয়া যাবে উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95_%E0%A6%AC%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE) ওয়েবসাইটে।
৫। উইকিপিডিয়ার এই (http://muktijuddho.wikia.com/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A3%E0%A7%80:%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7//এই) ওয়েবসাইটটিতেও কিছু তথ্য পাবেন।ওয়েবসাইটটিতে আসলে অনেক তথ্য আছে। কিন্তু ঠিক মত গোছানো না থাকায় আপনি বিরক্ত হতে পারেন। ধৈর্য্য ধরে এগুলে অনেক কিছু জানতে পারবেন।
৬। উইকিপিডিয়ার ইংরেজি (http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War//ইংরেজি) সংস্করণটিও বেশ তথ্যবহূল।
৭। মুক্তিযুদ্ধের মূল্যবান ছবিগুলো পাবেন বাংলা গ্যালারিতে
৮। মুক্তিযুদ্ধ জাদুঘর এর ওয়েবসাইটটিতে কিন্তু অনেক তথ্য সাজানো আছে। সময় করে দেখে নিবেন।
৯। এছাড়া এখানেও অনেক তথ্য পাবেন।
মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে ঠিক কতগুলো ওয়েবসাইট আছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। আমি অল্প সময়য়ে যে কয়টি ভালো ঠিকানা পেয়েছি তা দেয়ার চেষ্টা করেছি। আপনাদের জানা আরো কিছু ওয়েবসাইট দিয়ে আমাকে সাহায্য করুন। আপনাদের সাহায্য পেলে ব্লগটিকে আরো দীর্ঘ করা সম্ভব হবে।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ আমাদের বাঙ্গালিদের আবেগের অংশ। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি বেশি জানতে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহূল কিছু ওয়েবসাইট এর ঠিকানা।
পোস্টটি 'প্রিয়'তে রেখে দিতে পারেন। প্রয়োজনের সময় বেশ উপকারে আসবে।
১।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর ওয়েবসাইটটি বেশ উপকারী। এতে অনেক বেশি তথ্য না থাকলেও মুক্তিযুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জানতে এর সাহায্য নেয়া যেতে পারে। এর ইতিহাস অংশটি বেশ কাজের।
২। মুক্তিযুদ্ধের সময় বিদেশি পত্রিকা গুলোতে যে সব প্রতিবাদন ছাপান হয়েছিল তার বাংলা অনুবাদ পেতে হলে BANGLADESH GENOCIDE ARCHIVE নামক ওয়েবসাইটটির সাহায্য নিতে পারেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন।
৩। মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক প্রয়োজনীয় ওয়েবলিঙ্ক পাবেন মুক্তিসেনার ঠিকানায়। তবে এর সবগুলো লিঙ্ক কাজ করছে না। আশা করি অতি দ্রুত এর কর্তৃপক্ষ যথাযত ব্যবস্থা নিবেন।
৪। মুক্তিযুদ্ধ সম্পর্কিত যাবতীয় বইপত্র, গল্প-উপন্যাস, দলিল এর তালিকা পাওয়া যাবে উইকিপিডিয়ার ওয়েবসাইটে।
৫। উইকিপিডিয়ার এই ওয়েবসাইটটিতেও কিছু তথ্য পাবেন।ওয়েবসাইটটিতে আসলে অনেক তথ্য আছে। কিন্তু ঠিক মত গোছানো না থাকায় আপনি বিরক্ত হতে পারেন। ধৈর্য্য ধরে এগুলে অনেক কিছু জানতে পারবেন।
৬। উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণটিও বেশ তথ্যবহূল।
৭। মুক্তিযুদ্ধের মূল্যবান ছবিগুলো পাবেন বাংলা গ্যালারিতে (http://www.banglagallery.com/gallery/categories.php?cat_id=5//বাংলা গ্যালারিতে)

মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে ঠিক কতগুলো ওয়েবসাইট আছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। আমি অল্প সময়য়ে যে কয়টি ভালো ঠিকানা পেয়েছি তা দেয়ার চেষ্টা করেছি। আপনাদের জানা আরো কিছু ওয়েবসাইট দিয়ে আমাকে সাহায্য করুন। আপনাদের সাহায্য পেলে ব্লগটিকে আরো দীর্ঘ করা সম্ভব হবে।
Title: Re: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ
Post by: mostafiz.eee on July 16, 2015, 11:30:22 AM
Nice post.
Title: Re: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ
Post by: abdussatter on August 26, 2015, 10:22:55 AM
 :) :)
Title: Re: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ
Post by: myforum2015 on November 21, 2015, 03:41:21 PM
খুবই গুরুত্বপূর্ণ, অনেক ধন্যবাদ।
Title: Re: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ
Post by: Kazi Taufiqur Rahman on November 23, 2015, 05:59:28 PM
Nice post. Thanks for sharing. :)