Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on May 16, 2015, 09:37:18 AM

Title: ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প
Post by: maruppharm on May 16, 2015, 09:37:18 AM
সারা বিশ্বের ১০০ কোটি ব্যবহারকারীকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন দেশে চালু হচ্ছে ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প। এ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ফেসবুক ১০ মে বাংলাদেশেও চালু করেছে প্রকল্পটি। বাংলাদেশসহ ১১টি দেশে বর্তমানে চালু হয়েছে প্রকল্পটি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার দেশ মালাউইতে চালু হয়েছে প্রকল্পটি। এ উপলক্ষে এক স্ট্যাটাসে ইন্টারনেট ডট ওআরজির বর্তমান অবস্থা নিয়ে ইনফোগ্রাফিক্স প্রকাশ করেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ‘কানেক্টিং দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে এ ইনফোগ্রাফিক্সে যেসব দেশে প্রকল্পটি চালু আছে, সেসব দেশের মানচিত্রসহ রয়েছে বেশ কয়েকটি তথ্য।
Title: Re: ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প
Post by: russellmitu on July 25, 2015, 03:10:53 PM
nice
Title: Re: ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প
Post by: tawhidhp93 on August 17, 2015, 07:38:57 AM
It is a great idea. People are getting more close of internet by this system