Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on May 18, 2015, 03:43:19 PM

Title: ডায়াবেটিস নিরাময়ের জন্য শ্রেষ্ঠ ৬টি ফল (Six best fruits for curing Diabetis)
Post by: riazur on May 18, 2015, 03:43:19 PM
ফলে যে শর্করা রয়েছে তা ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনের ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু আপনি গ্রীষ্মের ফলসমূহ যেমন- আম, আঙ্গুর ইত্যাদি মনমত উপভোগ করতে পারেন। ডাক্তারেরা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নিয়ন্ত্রণ করার জন্য এবং স্বাস্থ্য ভাল রাখার জন্য বিভিন্ন ধরনের ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন। এখানে, ডায়াবেটিক বন্ধুত্বপূর্ণ কিছু ফলের তালিকা উপস্থাপন করা হল-
১. লাল জাম্বুরা:
জাম্বুরা আপনাকে কমলার কথা মনে করিয়ে দিতে পারে। কিন্তু, জাম্বুরা মিষ্টি, ঝাল ও সরস। ডায়াবেটিসের জন্য জাম্বুরা অনেক স্বাস্থ্যকর খারাপ। ডায়াবেটিসের রোগীদের প্রতিদিন একটি অর্ধ-জাম্বুরা খাওয়া উচিৎ।
২. বাঙ্গি:
তরমুজ, খরমুজ বা প্রাকৃতিক মধু ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, বিটা উদ্ভিদে বিদ্যামান পিঙ্গল পদার্থ, পটাসিয়াম এবং লিকোফেন রয়েছে। এ সকল ফলের কোন একটি ফালি আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন পূরণ করতে পারে।
৩. চেরি:
চেরিতে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য বিদ্যামান। এছাড়াও এতে কার্ব এবং গ্লাইকেমিক এর মাত্রা কম। প্রতিদিন মাত্র ১২টি চেরি সেবন করলেই আপনার শরীরের চাহিদা পূরণ হবে।
৪. আপেল:
আপেল কখনও ছুলে খাবেন না। কারন, আপেলের চামড়াতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এবং আপেলে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি রয়েছে।
৫. কমলা:
কমলা ভিটামিন সি এর জন্য অনেক বেশি পরিচিত। এছাড়াও, কমলায় কার্ব কম থাকে এবং পটাসিয়াম থাকে। ডায়াবেটিসের জন্য কমলা নিরাপদ।তাই, প্রতিদিনের খাদ্যতালিকায় কমলা রাখতে পারেন।
৬. নাশপাতি:
পটাসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ এবং কম পরিমাণে কার্বের খাবার হল নাশপাতি। তাই, অবশ্যই আপনার খাদ্যের অংশে নাশপাতি রাখা উচিৎ।
ডায়াবেটিসের রোগীরা নিঃসন্দেহে এই ছয়টি ফল খেতে পারেন। এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং ইনসুলিন নিয়ন্ত্রনে থাকবে।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।
Title: Re: ডায়াবেটিস নিরাময়ের জন্য শ্রেষ্ঠ ৬টি ফল (Six best fruits for curing Diabetis)
Post by: irina on June 04, 2015, 03:29:47 PM
Healthy tips.
Title: Re: ডায়াবেটিস নিরাময়ের জন্য শ্রেষ্ঠ ৬টি ফল (Six best fruits for curing Diabetis)
Post by: Mousumi Rahaman on June 09, 2015, 01:18:54 PM
helpful post.Thanks...
Title: Re: ডায়াবেটিস নিরাময়ের জন্য শ্রেষ্ঠ ৬টি ফল (Six best fruits for curing Diabetis)
Post by: mominur on June 09, 2015, 05:50:10 PM
Healthy post..........
Title: Re: ডায়াবেটিস নিরাময়ের জন্য শ্রেষ্ঠ ৬টি ফল (Six best fruits for curing Diabetis)
Post by: protima.ns on June 10, 2015, 12:14:16 PM
interesting.