Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on May 18, 2015, 04:50:18 PM

Title: বর্ষাকালে ম্যালেরিয়ার ঘরোয়া চিকিৎসা
Post by: riazur on May 18, 2015, 04:50:18 PM
বর্ষাকাল শুরু হয়ে গেছে। এ সময় রাস্তা-ঘাটে, ফুলের টবে ভাঙ্গা তৈজসপত্রে ও নানা স্থানে প্রচুর পানি জমে থাকে। আর জমে থাকা জলেই জন্ম নেয় প্রানঘাতি ম্যালেরিয়ার জীবাণু মশা। তাই বর্ষার সঙ্গে অবধারিত ভাবে জীবনে ঢুকে পড়ে ম্যালেরিয়া। সন্ধ্যে থেকে ভোরের মধ্যে সংক্রমিত অ্যনোফিলিস মশার কামড়ে শরীরে বাসা বাঁধে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এর প্রকোপেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ। একটু সতর্ক থাকলে ম্যালেরিয়ার চিকিত্সা করা যায় ওষুধ ছাড়াই। রান্নাঘরে থাকা কিছু রোজকার ব্যবহারের জিনিসেই চিকিত্সায় করা যায় ম্যালেরিয়ার।
লেবু:
ন্যাচারোপ্যাথি অনুযায়ী লেবুর রস কমাতে পারে ম্যালেরিয়ার জ্বর। জলের মধ্যে ৪ থেকে ৫ ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে কমে যেতে পারে শরীরের তাপমাত্রা।
দারচিনি:
ম্যালেরিয়ার চিকিত্সাায় অব্যর্থ দারচিনি। এক গ্লাস জলে এক চা চামচ দারচিনি গুঁড়ো, এ চা চামচ মধু, এক চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে জল ফুটিয়ে নিন। প্রতিদিন এই জল খেলে রেহাই মিলতে পারে ম্যালেরিয়ার জ্বর থেকে।
তুলসী:
তুলসী পাতা ম্যালেরিয়ার চিকিৎসার চিবিয়ে খেলে বা পাতার রস খেলে কমে যায় ম্যালেরিয়া।
সুগন্ধি পাতা:
পুদিনা বা ধনেপাতার মতো সুগন্ধি পাতা কাঁচা বা রস করে খেলে ম্যালেরিয়া রোগের ভাল প্রতিষেধক হিসেবে কাজ করে।
আদা:
আদা ছোট ছোট টুকরোয় কেটে নিয়ে ২ থেকে ৩ চা চামচ কিসমিসের সঙ্গে মিশিয়ে এক গ্লাস জলের মধ্যে ফুটিয়ে নিন। যতক্ষণ না জল ঘন হয়ে অর্ধেক হয়ে আসছে। এই জলও কমিয়ে দেয় ম্যালেরিয়ার জ্বর।
আঙুর:
ম্যালেরিয়ার ওষুধ কুইনিনের উপাদান লুকনো থাকে আঙুরের মধ্যে। আঙুরের রস রোজ খেলে সেরে যাবে ম্যালেরিয়া।
কমলা জাতীয় ফল:
ম্যালেরিয়ার চিকিৎসায় সবচেয়ে কার্যকর ওষুধ হচ্ছে টক কমলা জাতীয় ফল। এতে প্রকৃতগতভাবে কুইনাইন থাকে, যা এ রোগের চিকিৎসায় মহৌষধ হিসেব কাজ করে। তাই প্রতিদিন এই ফল খেলে বেশ উপকার পাওয়া যায়।