Daffodil International University
Bangladesh => Positive Bangladesh => Topic started by: Tofazzal.ns on May 26, 2015, 12:05:02 PM
-
অবশেষে সমাবর্তনের স্বপ্নপূরণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রায় ২১ লাখ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়েরও সমবর্তন হওয়া। সেই পরিপ্রেক্ষিতে আগামী বছরের (২০১৬) নভেম্বর অথবা ডিসেম্বর মাসে সমবর্তন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে। আর ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদি ‘মাস্টার অব অ্যাডভান্সড স্ট্যাডিজ ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু হবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আসলাম ভূঁইয়া ও ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ ও বিভিন্ন বিভাগের ডিন উপস্থিত ছিলেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠা পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত ২৩ বছরে কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবর্তনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এরই অংশ হিসেবে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সমাবর্তনের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমাবর্তনের দাবিতে বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছিল শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন সময়ে ক্লাস বর্জন, গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন কর্মসূচি পালন করে সমাবর্তনের দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। পরে গত ১২ মে সমাবর্তন অনুষ্ঠানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য হারুন-অর রশিদকে স্মারকলিপি প্রদান করেছিল শিক্ষার্থীরা। এ ছাড়াও দাবির স্বপক্ষে নেওয়া একটি গণস্বাক্ষর বইও তাকে দিয়েছিলেন তারা।
-
Personally I appreciate this idea. Hopefully, this will be a big gather.