Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Anuz on May 26, 2015, 02:29:40 PM
-
বাজারে এসেছে ভ্যালুটপের নতুন একাধিক মডেলের তারহীন ব্লুটুথ স্পিকার। সর্বোচ্চ ১০ মিটার দূরত্বে স্পিকারগুলো কাজ করে। স্পিকারগুলোতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করেও গান শোনা যাবে। রয়েছে অক্সিলারি ইনপুট, কার্ড রিডার ফাংশন, ইউএসবি সাউন্ড কার্ড ফাংশন ইত্যাদি। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা এ স্পিকারের দাম ২ হাজার ২৫০ টাকা।