Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: rumman on May 27, 2015, 03:30:37 PM
-
(http://amarbangladesh-online.com/wp-content/uploads/2015/05/tomato.jpg)
বন্ধ্যাত্ব্যের জন্য নারীদের দায়ী করা হলেও বর্তমানে মহিলাদের চেয়ে পুরুষরাই বেশি পরিমাণে বন্ধ্যাত্বের শিকার৷ তবে পুরুষেরে এই বন্ধ্যাত্বের সমস্যা কমিয়ে দিতে পারে লাল টমেটো লন্ডনে একটি গবেষণা থেকে প্রমাণ হয়েছে এই তথ্য৷
যুক্তরাজ্যের একটি গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।
গবেষণায় বলা হয়, টমেটোর লাল রঙ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা পুরুষের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে৷ পুরুষের লাইকোপিন স্পার্ম কাউন্টকে ৭০ শতাংশ বাড়াতে সাহায্য করে৷ লাইকোপিনের কারণেই টমেটোর রঙ লাল হয়৷
এই আবিষ্কারের ফলে এবার সেই পুরুষেরা উপকৃত হবেন যারা এখনও বাবা হতে পারেন নি৷ বন্ধ্যাত্বের শিকার পুরুষদের সাহায্যকারী একটি সংস্থা জানিয়েছে, তারা পুরুষদের বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভাবনা বাড়ার বিষয়টি গবেষণা করে দেখছে।
ব্রিটেনের ইনর্ফাটাইল নেটওয়ার্কের প্রবক্তা ক্যারেন ব্যানেস জানিয়েছেন, তারা রিসার্চের ফলাফলকে ধনাত্মক হিসেবেই নিচ্ছেন৷ এবার তারা গবেষণা করে দেখছেন, লাইকোপিনের ফলে পুরুষের ইনফার্টিলিটি কম হয় কিনা৷
মহিলাদের সাধারনত বন্ধাত্বের জন্য দায়ী করা হয় তার একমাত্র কারণ একজন মহিলাই শিশুর জন্ম দিয়ে থাকেন৷ কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে শুক্রাণুর কার্যক্ষমতা বা গুণাগুণ ও বৈশিষ্ট্যের কারণে মহিলারা গর্ভবতী হতে পারেন না৷
ওহিও ক্লিবল্যান্ড নামক একটি ক্লিনিক এই গবেষণাটি করেছে৷ এই গবেষণায় দেখা গেছে, লাইকোপিন স্পার্ম কাউন্টের সঙ্গে স্পার্মের গতিও বাড়িয়ে দেয়৷
এছাড়াও এটি দুর্বল স্পার্মের পরিমাণ কমিয়ে দিতে সক্ষম৷ এর আগেও একটি পরীক্ষা থেকে জানা গিয়েছিল লাইকোপিন প্রোস্টেট সম্পর্কিত অসুস্থতাও দূর করে৷
Source: http://amarbangladesh