Daffodil International University

Famous => History => Topic started by: Lazminur Alam on May 30, 2015, 01:16:18 PM

Title: কীভাবে এল অ্যাকুয়ারিয়াম !
Post by: Lazminur Alam on May 30, 2015, 01:16:18 PM
এই পৃথিবীর অনেক কিছুরই উদ্ভব ঘটেছে প্রাচীন মেসোপটেমিয়ায়। এখনকার শখের অ্যাকুয়ারিয়ামও এই মেসোপটেমিয়া অঞ্চলের অবদান। মেসোপটেমিয়ার সুমেরীয়রা প্রথমবারের মতো খ্রিষ্টপূর্ব ২০০০ সালের দিকে এই শখের অ্যাকুয়ারিয়ামের ব্যবহার করেছিল। একটি কবিতায় নাকি মেসোপটেমিয়া অঞ্চলের শখের অ্যাকুয়ারিয়ামের প্রমাণ মিলেছিল। ইতিহাসের দলিলপত্র ঘেঁটে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, ওটাই পৃথিবীর প্রথম শখের অ্যাকুয়ারিয়াম। কবিতায় বলা হয়েছে, মেসোপটেমিয়ার এক ব্যক্তি তাঁর নিজের বাড়িতে একটি সুবিশাল অ্যাকুয়ারিয়াম তৈরি করেছিলেন, যেখানে তিনি রেখেছিলেন প্রায় ১৬ ধরনের মাছ। ওতে ছিল বারবেল, কার্প, স্টারজিওন, ক্যাটফিশ ও ইল প্রজাতির কয়েক শ মাছ।

Source: http://www.prothom-alo.com/অ্যাকুয়ারিয়াম
Title: Re: কীভাবে এল অ্যাকুয়ারিয়াম !
Post by: mahmud_eee on June 11, 2015, 10:17:55 AM
interesting