Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: sadiur Rahman on May 31, 2015, 12:08:23 AM
-
প্রকৌশলীরা এবার এমন একটি নতুন সংকর ধাতু তৈরি করেছেন, যা এক কোটি বার বাঁকানো হলেও আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। নিকেল, টাইটানিয়াম ও তামার সমন্বয়ে ওই সংকর ধাতু তৈরির গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানফ্রেড উটিং। তাঁকে সহযোগিতা করেন জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। অত্যন্ত বেশি স্থিতিস্থাপক নতুন ধাতুটি কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ, উড়োজাহাজ ও রেফ্রিজারেটরের উপাদান ইত্যাদি তৈরির মতো নানা কাজে ব্যবহার করা যাবে। শল্যচিকিৎসায় এ সংকর ধাতু নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন গবেষকেরা। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন ধাতুটিতে নিকেল, টাইটানিয়াম ও তামার পরমাণুগুলো এমনভাবে সাজানো হয়েছে যে সেগুলো বারবার দুটি ভিন্ন আপেক্ষিক অবস্থানে চলে যেতে পারে।
Source: Prothomalo
-
Nice one.Thanks for sharing.