Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: mahmud_eee on May 31, 2015, 03:03:43 PM

Title: বিশ্বসেরা কৌতুক অভিনেতা মি.বিন
Post by: mahmud_eee on May 31, 2015, 03:03:43 PM
মি. বিন এর নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মি. বিন নামে খ্যাত মানুষটি সারাবিশ্ব জুড়ে পরিচিত।

তার এই মি. বিন নামের আড়ালে প্রায় ঢাকা পড়ে গেছে তার আসল নাম, পরিচয়।

মি. বিনের আসল নাম হল রোয়ান অ্যাটকিনসন। তিনি ১৯৫৫ সালের ৬ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম এরিক অ্যাটকিনসন। তিনি পেশায় একজন কৃষক ও কোম্পানি পরিচালক ছিলেন। তিন ভাই এর মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট।

১৯৯০ সালে মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রিকে বিয়ে করেন তিনি।

তিনি পড়ালেখা করেছেন তড়িৎ প্রকৌশল বিষয়ে। কিন্তু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছেন। এছাড়া কমেডি বই লিখেও  তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৭৯ সালে তার লেখা স্কেচ কমেডি শো "নট দ্যা নাইট" ও "ক্লোক নিউজ" নামের দুটি বই প্রকাশ হওয়ার পর তিনি অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮০ সালে তিনি সেরা কমেডিয়ান হিসেবে নির্বাচিত হন।
Title: Re: বিশ্বসেরা কৌতুক অভিনেতা মি.বিন
Post by: nujhat.eng on June 06, 2015, 09:25:58 AM
জেনে ভাল লাগলো