Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: mahmud_eee on June 02, 2015, 10:57:37 AM

Title: বাতকর্ম শনাক্তে অভিনব ডিভাইস
Post by: mahmud_eee on June 02, 2015, 10:57:37 AM

খাদ্যাভাসে কোন খাবারটির কারণে শরীরে গ্যাস সৃষ্টি হচ্ছে, তা জানার লক্ষ্যে তৈরি করা হচ্ছে পরিধেয় ফার্ট-ট্র্যাকিং ডিভাইস। আকৃতিতে ছোট এই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘CH4’।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অভিনব এই ট্র্যাকিং ডিভাইসটির জন্য অনলাইন ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে তহবিল সংগ্রহ প্রক্রিয়া চলছে। অগ্রীম ১২০ ডলারের বিনিময়ে কিকস্টার্টার থেকেই পরবর্তীতে ডিভাইসটি সংগ্রহ করা যাবে।

CH4 ডিভাইসটি ব্যবহার করা বেশ সহজ। ব্যবহারকারীদের শুধু ছোট এ ডিভাইসটিকে দিনের শুরুতে প্যান্টের পেছনের পকেটে অথবা বেল্টের সঙ্গে যুক্ত করে নিতে হবে এবং তিনি প্রতিদিন কোন ধরনের খাবার গ্রহণ করে থাকেন তা ডিভাইসের একটি সহকারী অ্যাপকে জানাতে হবে। এরপর ব্যবহারকারী বায়ুত্যাগ করলেই ডিভাইসটির সেন্সর তা সনাক্ত ও রেকর্ড করবে এবং ব্যবহারকারীকে জানাতে সক্ষম হবে খাদ্যাভাসের ঠিক কোন খাবারটি ‘গ্যাস’ সৃষ্টি করছে।

থ্রিডি প্রিন্টেড এই ডিভাইসটি তৈরি করেছেন ব্রাজিলিয়ান গ্রাফিক ডিজাইনার রদ্রিগো নার্সিসো। CH4 প্রসঙ্গে নার্সিসো বলেছেন, “মানুষ দুটি দলে ভাগ হয়ে গেছে। এক দল এটিকে সানন্দে গ্রহণ করছে, অন্যদল এটিকে নিছক কৌতুক হিসেবে নিচ্ছে।”