Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: mahmud_eee on June 02, 2015, 10:58:11 AM
-
মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করেছে ওয়েব জায়ান্ট গুগল। তবে প্রাথমিক অবস্থায় এই ‘প্রজেক্ট ফাই’ প্রকল্পের সেবা পাবেন কেবল গুগল নেক্সাস ৬ ডিভাইস ব্যবহারকারীরা।
বিবিসি জানিয়েছে, মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নতুন করে তৈরি করবে না গুগল। বরং যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই মোবাইল অপারেটর স্প্রিন্ট আর টি-মোবাইলের বর্তমান প্রযুক্তি ও অবকাঠামো ভাড়া নিয়ে এবং ওয়াই-ফাই হটস্পটের উপর নির্ভর করে পরিচালিত হবে প্রজেক্ট ফাইয়ের মোবাইল ফোন নেটওয়ার্ক।
প্রযুক্তিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলোজি কন্সালটেন্সির ইয়ান ফগের মতে, প্রতিষ্ঠিত শিল্পখাতে ‘নতুন প্রতিষ্ঠান’ হিসেবে প্রবেশ করার ক্ষেত্রে গুগল বরাবরের মতোই নিজেদের সক্ষমতা এবারও দেখিয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারিতেই মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মর প্রধান সুন্দার পিচাই। ব্যবহারকারীরা তাদের প্রজেক্ট ফাই নম্বর থেকে কল করতে ও এসএমএস করতে পারবেন।