Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Business Administration => Topic started by: Md. Alamgir Hossan on June 05, 2015, 12:08:55 AM

Title: ভারতে দাড়ি রেখে চাকরি হারালেন এক মুসলিম
Post by: Md. Alamgir Hossan on June 05, 2015, 12:08:55 AM
ভারতের কলকাতার একটি বেসরকারি সংস্থায় বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধুমাত্র দাড়ি রাখার কারনে মুহাম্মাদ আলি ইসমাইল নামক এক কর্মকর্তাকে চাকরিচূত করাহয়েছে। অথচ বিগত সাত বছর ধরে এই সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন পিকনিক গার্ডেনের এই বাসিন্দা।

মহম্মদ আলি ইসমাইল জানান, গত বছর হজ করতে যান তিনি। তারপরই সব কিছু বদলে যায়। ২০১৪ সেপ্টেম্বর মাস থেকে আচমকাই তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাস থেকে তাঁকে অফিসে আসতেও নিষেধ করা হয়। এরপর জুনের ১৭ তারিখ বকেয়া বেতন চাইতে, দক্ষিণ কলকাতায় সংস্থার দফতরে গেলে তাঁকে অফিস থেকে বের করে দেওয়া হয়।

তারপর বিষয়টি নিয়ে বালিগঞ্জ থানায় যান ইসমাইল। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার কোন এফআইআর না নিয়ে, তাঁকে নিয়ে নিজেই চলে যান ওই সংস্থায়। তারপর কর্তব্যরত পুলিশ অফিসার তাঁকে জোর করে মালিক পক্ষের সঙ্গে মধ্যস্থতা করার পরামর্শ দেন। শুধু পরামর্শই নয়। অভিযোগ, এক প্রকার জোর করে তাঁকে মধ্যস্থতা করতে বাধ্য করা হয়।

মুহাম্মাদ আলি ইসমাইল চিন্তিত, শুধু দাড়ি রাখার কারণে যদি তাঁকে কোনও সংস্থা থেকে সন্ত্রাসী হিসাবে গণ্য করা হয়, তাহলে আগামী দিনে তিনি যদি নিজে থেকে কোনও ব্যবসা শুরু করেন, তখনও কি ধরনের বাধা তাঁর জন্য অপেক্ষা করছে।
পাঠকের মতামত:

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Title: Re: ভারতে দাড়ি রেখে চাকরি হারালেন এক মুসলিম
Post by: Shah Alam Kabir Pramanik on June 06, 2015, 04:04:01 PM
Really sad news