Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: khadija kochi on June 08, 2015, 01:26:13 PM
-
কখনও কখনও মনে হয় জীবন কি খুব ছকে বাধা।না কি এত ছকে বাধা নয়।
আমি একজন মেয়ে কিন্তু আমার আশে পাশের মেয়েগুলো দেখলে মনে হয় আমি ওদের চিনি না।মেয়েরা কি অনেক অযৌক্তিক আচরণ করে?একজন মানুষ পিছনে একরকম আর সামনে আর একরকম।এজন্য আমার বিশ্বাস চলে গিয়েছে।আমি খুব সাবধানে কথা বলি বিশেষ করে আমার পরিবারের মেয়েদের সাথে।আমি যখন দূরে চলে যাই তখন আবার তারা কাছে আসতে চায়।আমার কি করা উচিত?