Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: mahmud_eee on June 10, 2015, 09:53:47 AM

Title: কেপিসিএলের আয় বেড়েছে
Post by: mahmud_eee on June 10, 2015, 09:53:47 AM
Source: Sharenews24

ঢাকা, জুন ০৮: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) আয় বেড়েছে ৪৯২.৫৯ শতাংশ। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কেপিসিএলের কর পরবর্তী মুনাফা হয়েছে ৮৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপঢ়রতি আয় হয়েছে ২.৩০ টাকা।


আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১৪ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৩৯ পযসা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৪৯২.৫৯ শতাংশ।