Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahmud_eee on June 11, 2015, 10:25:47 AM

Title: মনের ইশারায় চলবে যান্ত্রিক তেলাপোকা
Post by: mahmud_eee on June 11, 2015, 10:25:47 AM
বিস্ময় সৃষ্টি করে চীনের সাংহাই জোটোং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লি গুয়াঞ্জে তৈরী করেছেন যান্ত্রিক তেলাপোকা। যা চলবে মানুষের মনের ইশারায়।

সফল এ পরীক্ষা প্রযুক্তিকে আরো এক ধাপ এগিয়ে দেবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

লি গুয়াঞ্জে পরীক্ষার মাধ্যমে কোনরকম পরিচালনা পদ্ধতি ছাড়াই যান্ত্রিক তেলাপোকাকে ইশারার মাধ্যমে এস এবং জেড আকৃতির পথ অতিক্রম করাতে সক্ষম হন। এ সফলতায় বিজ্ঞানীরা মনে করছেন কোনরকম মাউস কিংবা কিবোর্ড ছাড়াই ভবিষ্যতে কম্পিউটার পরিচালনার পথ উন্মুক্ত হল।

মানুষ নিকট ভবিষ্যতে কম্পিউটারে কোন প্রোগ্রাম খুলতে চাইলে কিংবা লিখতে চাইলে ইশারার মাধ্যমে করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
Title: Re: মনের ইশারায় চলবে যান্ত্রিক তেলাপোকা
Post by: rayhanul.bba on June 15, 2015, 10:47:41 PM
Good luck China >......................