Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahmud_eee on June 11, 2015, 10:27:21 AM

Title: ২ মিনিটে বানান মোবাইলের কাভার
Post by: mahmud_eee on June 11, 2015, 10:27:21 AM
আমাদের প্রতিদিনের জীবন যাত্রায় মোবাইলের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমাদের সবারই কম-বেশি অন্তত পক্ষে একটি মোবাইল রয়েছেই।

আর সেটি যদি হয় আমাদের পছন্দের যেমন আইফোন অথবা স্যামসাং গ্যালাক্সি তবে তো কথায় নেই।

আমরা প্রায় ২০০-২০০০ বা তারও বেশি টাকা দিয়ে ব্যাক কাভার অথবা ফ্লিপ কাভার কিনি মোবাইলের জন্য। কিন্তু মাত্র দুই টাকার বেলুন কিনেই আপনি আপনার মোবাইলের জন্য একটি ব্যাক কাভার বানিয়ে নিতে পারেন! সেটিও মাত্র দুই মিনিটে।

প্রথমেই মাত্র দুই টাকা(যদি সম্ভব হয় আরো কমে!) একটি বেলুন কিনুন, তারপর সেটি ফোলান আর ফোলানো বেলুনের উপর মোবাইলটি রেখে চাপ দিন ব্যস।হয়ে গেল মোবাইলের ক্যাফার।