Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on June 11, 2015, 11:47:10 AM

Title: ভারতের বিপক্ষে রুবেলকে না নেয়ার কারণ বললেন হাতুরেসিংহে
Post by: Tofazzal.ns on June 11, 2015, 11:47:10 AM
ভারতের বিপক্ষে মাত্র একজন পেসার খেলোনোর কারণে আবারো সমালোচনার মুখে পড়েছে বিসিবি। তবে বোর্ডের চাইতে বেশী সমালোচিত হচ্ছেন অধিয়ানক মুশফিকুর রহিম ও কোচ চান্ডিকা হাতুরুসিংহে। কারণ, একাদশ নির্বাচন তাদের হাতেই। প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে যখন ২৩৯ রানে প্রথম দিন শেষ করলো ভারত, বুধবার সংবাদ সম্মেলনে তখন অনেকটা চাপে পড়েই কিনা, টেস্টে না থাকার কারণ জানালেন কোচ নিজেই।

তবে রুবেলকে নিয়ে কোচ যে মন্তব্যটি করলেন হাতুরে, সেটি ছিলো অবাক করার মতোই। জানালেন, রুবেল নাকি আনফিট!

কোচ বলেন, ‘রুবেল হোসেন আসলে ফিট ছিল না। আসলে এই উইকেটের জন্যে রুবেল ফিট নন। এই উইকেটে বেশি কিছু করার ছিল না রুবেলের। তাছাড়া সে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে, ম্যাচ খেলার মতো ফিট সে এখনো হয়নি।’

এর আগে টেস্ট দল ঘোষণার পরপরই টেস্টে রুবেলের ফেরা অনেকটাই নিশ্চিত ছিলো। তখন বোর্ড থেকেই বলা হচ্ছিলো, শতভাগ ফিট আছেন পেসার রুবেল হোসেন। কিন্তু মূল একাদশ প্রকাশের পর রুবেলের দলে না থাকাটা অবাক করেছে সবাইকেই।