Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on June 14, 2015, 12:50:14 PM
-
শুরুতেই হয়তো অবাক হবেন অনেকেই। কিন্তু একটি বল খেলার মাধ্যমেই আসে ২৮৬ রান। অবিশ্বাস্য হলেও সত্য বিষয়টি। ক্রিকেটের ইতিহাসে কালের পর কাল থাকবে ১ বলে ২৮৬ রান হওয়ার ঘটনাটি। দুই এক বছরের ব্যবধানে ১ বলে ১৩, ১৭ ও ২০ রান নেয়ার উদাহরণ রয়েছে।
নো বলে ছয় ও সঠিক বলটিকেও ছয়ে পরিণত করে ১৩ রানের কীর্তিটা গেইলের। ১৭ রান করেছেন শেভাগ ও ট্রাভিস বিটস করেছেন ২০ রান।
একদিকে নো বল অন্যদিকে ছয়ের কারণেই এ বীরত্ব দেখিয়েছেন তারা। ১৮৮৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ভিক্টোরিয়া ব্যাট বলের লড়াইয়ে নামে।
ম্যাচে শুরুতে ব্যাট করে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার এক ব্যাটম্যানের জোরালো শটে বলটি মাঠের মধ্যে থাকা গাছে আটকে যায়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলটিকে পরিত্যক্ত করার জন্য আম্বায়ারের কাছে আবেদন জানায়।
বলটি দেখা যাচ্ছে বলে আম্পায়ার বল নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। অন্যদিকে দৌঁড়ে রান নিতে থাকে ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান। বলটি নামানোর জন্য একটি বন্ধুক আনা হয়। পরে তাল গাছের ডালে গুটি করলে বলটি মাটিতে পড়ে। এরই মধ্যে ২৮৬ রান করে ভিক্টোরিয়া। স্পোর্টস উইকির পুরনো পেইজে আজও সাক্ষী হয়ে আছে ঘটনাটি।
১৮৯৪ সালে একটি ইংরেজি জার্নালে ম্যাচের খবর ছাপার পরেও অবাক হয় গোটা ক্রিকেট দুনিয়া।
আম্পায়ার দুই দলের ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন দাবিতে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। স্বাভাবিক নিয়মে এটি হয়েছে বলে এটাকে ধরে নেয়া হয়! এ ম্যাচে জয় পায় ভিক্টোরিয়া।