Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mousumi Rahaman on June 15, 2015, 09:13:14 AM

Title: ফেলনা কাগজের প্লেট দিয়েই বানিয়ে ফেলুন দারুণ মজার খেলনা!
Post by: Mousumi Rahaman on June 15, 2015, 09:13:14 AM
 (http://www.priyo.com/files/story/201506/www.tipjunkie.com_.jpg)

আপনার ভালোবাসার জগত পুরোটা জুড়েই আছে আপনার সোনামনি। পুরো ঘরে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রঙ বেরঙের খেলনা। বাজারের কেনা খেলনায় তো অনেক খেলল সন্তান কেমন হবে যদি এবার আপনার ছোট্ট সোনামনি খেলে আপনার নিজের বানানো খেলনায়। আর তা যদি হয় ফেলনা ওয়ান টাইম ইউজ প্লেট থেকে তৈরি তাহলে তো কথাই নেই। খরচ ও কম হলো, আবার খেলনাও তৈরি হলো, তাইনা? তাহলে চলুন দেখে নেয়া যাক কীভাবে ফেলনা ওয়ান টাইম ইউজ প্লেট থেকে খেলনা বানাতে পারেন।

যা যা লাগবেঃ
• ওয়ান টাইম ইউজ প্লেট – ১০ পিস
• পোষ্টার কালার – ৩/৪ রঙের
• কালো মার্কার পেন।
• কেঁচি
• গ্লু

যেভাবে বানাবেনঃ
• ওয়ান টাইম ইউজ প্লেট গুলোকে ভালো করে পোষ্টার কালার দিয়ে রঙ করে নিন।
• ভালো করে রঙ শুকিয়ে নিন।
• এবার পিৎজা কাটার মত তিন কোনা করে প্লেটের একটা টুকরা কেটে ফেলুন।
• কাটা টুকরো কে প্লেটের নিচ দিয়ে অপর পাশে আঁটকে দিন।
• কয়েকটা প্লেটে কাটা অংশ কেটে গোল গোল ডিজাইন করুন।
• কিছু ফুল করুন, কিছু বো বা হ্যাট ডিজাইন করুন। মূলকথা আপনার ইচ্ছে মত প্লেটের কাটা অংশ গুলোকে কেটে গ্লু দিয়ে প্লেটে লাগান।
• এবার মার্কার দিয়ে সুন্দর করে চোখ আকুন। যে প্লেটগুলো কাটেন নি সেগুলো তে হাসি মাখা মুখ আঁকুন।
দেখুন কি সুন্দর খেলনা মাছ হয়ে গেছে।

কিছু টিপসঃ
• আপনি চাইলে মাছ ছাড়াও অন্য কোন ডিজাইন ও করতে পারেন।
• ইচ্ছে হলে প্লেটগুলোতে বাংলা ইংরেজী অক্ষর ও লিখতে পারেন। বাবু খেলতে খেলতে শিখতে পারবে।
• ০-৩ বছরের বাচ্চাদের এ ধরনের খেলনা দেওয়া থেকে বিরত থাকুন।
• চাইলে বাবুর ছবি প্লেটে গ্লু দিয়ে লাগিয়ে প্লেটটিকে দেওয়ালে বা শোকেসে সাজিয়ে রাখতে পারেন।
Title: Re: ফেলনা কাগজের প্লেট দিয়েই বানিয়ে ফেলুন দারুণ মজার খেলনা!
Post by: mahmud_eee on June 15, 2015, 11:51:06 AM
Interesting post...thanks