Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mousumi Rahaman on June 15, 2015, 09:18:56 AM

Title: পুরনো চুড়িকে সাজিয়ে নিন মনের মাধুরী মিশিয়ে
Post by: Mousumi Rahaman on June 15, 2015, 09:18:56 AM
বাসায় থেকে চুড়িগুলো বেশ পুরনো হয়ে গেছে। রঙে ফ্যাকাসে ভাব দেখা যাচ্ছে। ইচ্ছে থাকলেও প্রিয় চুড়িগুলো পরা হচ্ছেনা স্টোন পড়ে যাবার কারনে। পছন্দের চুড়িগুলো পুরনো হয়ে গেলে কার না মন খারাপ হয়? রঙ উঠে যাওয়া চুড়ি পরে তো আর পরে বাইরে যাওয়া যায়না। তবে আপনার জন্য সুখবর হচ্ছে এই অব্যবহারযোগ্য চুড়িগুলোকে অল্প সময়ে আপনি করে ফেলতে পারেন ব্যবহারযোগ্য। দেখতেও নতুন হয়ে যাবে আর আপনাকেও স্টাইলিশ করে তুলবে। আসুন তবে জেনে নেওয়া যাক কিভাবে চুড়িগুলোকে নতুন করে সাজাবেন।

যা যা লাগবেঃ
• বিভিন্ন রঙের রেশমি সুতা।
• ১ ইঞ্চি মোটা তার – ২০ ইঞ্চি।
• ছোট ছোট ডিজাইন করা চুমকি বা পুতি বা মেটালের নকশা।
• গ্লু
• কেঁচি
কিভাবে করবেনঃ
• চুড়িগুলোকে ভালো করে সুতি কাপড় দিয়ে মুছে নিন।
• চারটি করে রেশমি সুতা নিন।
• এবার চুড়িতে অল্প একটু গ্লু দিয়ে সুতা আটকে দিন
• ধীরে ধীরে পুরো চুড়িকে সুতা দিয়ে প্যাচান। একবার প্যাচানো হলে অল্প গ্লু দিন আবার প্যাচান, ফের আবার গ্লু দিন... এভাবে পুরো কাজটি শেষ করুন।
• বাড়তি সুতার অংশ কেটে ফেলুন।
• তার কেটে ছোট ছোট লুপ তৈরি করুন।
• এবার চুড়িতে ৬/৭ টি লুপ আর ইচ্ছে মত মেটালিক নকশা লাগিয়ে নিন।

দেখুন তো আগের সেই পুরনো চুড়ি কি এখন আর চেনা যাচ্ছে? না। বরং নতুন একগুচ্ছ ফ্যাশনাবেল চুড়িতে পরিণত হয়েছে পুরনো চুড়িগুলো। তাহলে এখন থেকে পুরনো চুড়ি গুলোকে ফেলে না রেখে একটু সময় ব্যয় করে সেগুলোকে ব্যবহার উপযোগী করে ফেলুন।

টিপসঃ
• প্রিন্টের পুরনো কাপড় কেটে দুই ভাজ করে সেগুলো দিয়েও চুড়ি সাজাতে পারেন। এক্ষেত্রে বাড়তি সুতার খরচ বাঁচবে।
• দুই-তিনটি চিকন চুড়িকে পাশাপাশি আটকে, সুতা দিয়ে প্যাচিয়ে ব্রেসলেট বানিয়ে ফেলতে পারেন।
• চাইলে চুড়ির উপর বাড়তি স্টোন বসাতে পারেন যা চুড়িকে দিবে অন্যরকম মাত্রা।