Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahmud_eee on June 18, 2015, 09:25:31 AM
-
রচারণার খাতিরে হলিউডি ব্লকবাস্টার সিনেমা অ্যাভেঞ্জার্স নির্মাতাদের সঙ্গে জোট বেঁধে মে মাসে গ্যালাক্সি এস৬ এজের আয়রন ম্যান এডিশন বাজারজাত করেছিল স্যামসাং। সেই আয়রন ম্যান এডিশনের একটি গ্যালাক্সি এস৬ এজ চীনের বাজারে নিলামে বিক্রি হয়েছে ৯১ হাজার ডলার দামে।
গ্যালাক্সি এস৬ এজের আয়রন ম্যান এডিশন বাজারজাত করা হয়েছিল সীমিত সংখ্যায়। প্রতিটি স্মার্টফোনের মূল ছিল ১,০৭৯ ডলার। আর চীনের বাজারে সেই হাজার ডলারের স্মার্টফোনই বিক্রি হয়েছে ৯০ গুণ বেশি দামে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি এস৬ এজ আয়রন ম্যান এডিশনের প্রতিটি স্মার্টফোনেরই ছিল আলাদা সিরিয়াল নম্বর। চীনে নিলামে বিক্রি হওয়া স্মার্টফোনটির সিরিয়াল নম্বর ছিল ৬৬। চীনে ৬ সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেখানে ৬৬ সংখ্যাটিকে বিবেচনা করা হচ্ছে ‘ডাবল লাকি’ হিসেবে।
অন্যদিকে গ্যালাক্সি এস৬ এজ আয়রন ম্যান এডিশনের কেসিংয়ে লাল আর সোনালি রঙের উপস্থিতিই বেশি। চীনে এই দুটি রঙকে বিলাসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কেসিংয়ের রং আর ডিজাইন, সিরিয়াল নম্বর আর দুস্প্রাপ্যতা-- এই সব মিলিয়েই নিলামে ৯০ গুণ বেশি দাম উঠেছিল স্মার্টফোনটির।
-
great invention....