Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on June 27, 2015, 11:52:31 AM

Title: ইফতারিতে নতুন স্বাদের মুখরোচক খাবার ‘মাংস চপ’
Post by: protima.ns on June 27, 2015, 11:52:31 AM
ইফতারিতে নতুন স্বাদের মুখরোচক খাবার ‘মাংস চপ’

– ব্রেডক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ো প্রয়োজন মতো
– তেল ভাজার জন্য
– লবণ স্বাদমতো

পদ্ধতিঃ

– প্রথমে মাংস ও আলু ভালো করে সেদ্ধ নিন। এরপর মাংস গ্রাইন্ড করে বা পাটায় ছেঁচে অথবা হামান দিস্তায় পিষে নিন এবং আলুর খোসা ছাড়িয়ে পিষে নিন।
– এরপর একটি বড় বাটিতে আলু ও মাংসের সাথে পাউরুটি বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। যদি মিশ্রণটি নরম হয়ে যায় তাহলে পাউরুটি ছিঁড়ে ছোট টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন। যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
– এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকার দিন ও ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্ব বা বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিন।
– একটি ফ্রাইংপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেল দিয়ে চপ সাজিয়ে দিয়ে ভাজতে থাকুন হালকা থেকে মাঝারি আঁচে। একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে লালচে করে ভেজে নিন।
– একটি কিচেন টিস্যুতে ভেজে তুলে নিন চপগুলো। ব্যস, এবার ইফতারের প্লেটে পরিবেশন করুন নতুন স্বাদের মাংস চপ।