Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Shahriar Mohammad Kamal on June 28, 2015, 11:55:03 AM

Title: গাঙ্গুলির বাংলাদেশ বন্দনা
Post by: Shahriar Mohammad Kamal on June 28, 2015, 11:55:03 AM
মাশরাফিদের কাছে ধোনিদের ওয়ানডে সিরিজে হারের কারণ খুঁজছে ভারত। সৌরভ গাঙ্গুলিও তা খুঁজছেন; তবে দারুণ খেলা বাংলাদেশকে প্রশংসা করতে ভোলেননি ভারতের এই সাবেক ক্রিকেটার।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে বাংলাদেশের কাছে ভারতের প্রথমবারের মতো সিরিজ হার নিশ্চিত হয়ে যায়। তৃতীয় ওয়ানডেতে মান বাঁচানো জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। উত্তরসূরিদের খেলায় হতাশ হওয়া গাঙ্গুলি বাংলাদেশের প্রশংসা করে বলেন, “এটা হতাশাজনক (সিরিজ ফল)। কিন্তু বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে এবং তাদের কৃতিত্ব দেওয়া উচিত।” [Coll.]
Title: Re: গাঙ্গুলির বাংলাদেশ বন্দনা
Post by: asitrony on July 02, 2015, 12:49:18 PM
He is a gentleman always!!!