Daffodil International University
Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on June 28, 2015, 01:42:16 PM
-
সবাই তো মনে করে রক্ত মানেই লাল, তাই না? আসলে রক্তের রং লাল হতেও পারে আবার নাও হতে পারে। রক্তের রঙ কেমন হবে তা আসলে নির্ভর করে রক্তের উপাদানের উপর।
রক্তের উপাদান মূলত তিনটি- শ্বেতকণিকা, লোহিতকণিকা আর অণুচক্রিকা। লোহিতকণিকায় থাকে হিমোগ্লোবিন, যার রং লাল। আমাদের রক্তে লোহিতকণিকার পরিমাণ বেশি, আমাদের রক্তের রঙও তাই লাল দেখায়। আমাদের রক্তে লোহিতকণিকা বেশি বলেই যে সবার রক্তেই লোহিতকণিকা বেশি থাকবে, এমন কোনো কথা নেই। বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর রক্তে যেমন লোহিতকণিকা বেশি, তেমনি আবার বেশিরভাগ পোকাদের রক্তে বেশি থাকে শ্বেতকণিকা। আর তাই ওদের রক্ত সাদা হয়। তবে সাদা বলতে আসলে যা বোঝায়, ওদের রক্ত কিন্তু ঠিক সেরকম সাদা নয়। ওদের রক্তের আসলে কোনো রঙ নেই। তাই ওদের রক্তের রঙ ওদের ত্বকের রঙের সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলে। সেজন্য দেখা যায় মশা মারলে সব সময় রক্ত দেখা যায় না। লাল যে রক্তটুকু যায়, সেটা আসলে মানুষের রক্ত। যা ওই মশাটি মানুষের শরীর থেকে শুষে নিয়েছিলো পুষ্টির জন্য।
-
Informative.....
-
Is the variation only with this one?
-
:) :)