Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: ishaquemijee on June 28, 2015, 01:52:16 PM

Title: দৈনন্দিন জীবনে ইসলাম
Post by: ishaquemijee on June 28, 2015, 01:52:16 PM

র : সিজদায়ে শোকর কখন কিভাবে করতে হয়?
উ : যখন কোন নিয়ামত লাভ হয় বা মুসীবত দূর হয় তখন সিজদায়ে তিলাওয়াতের মত একটি সিজদাহ করাতে অনেক সোয়াব পাওয়া যায়।
প্র : এক লোক নামাজে প্রবেশ করার আগে ইমামের আয়াতে সিজদাহ শোনার পর ঐ নামাযে ঐ ইমামের পিছনে ইকতিদা করলো; এমতাবস্থায় আয়াতে সিজদাহ শোনার কারণে তার উপর ওয়াজিব হওয়া সিজদাহ সে কখন আদায় করবে?
উ : সে যদি দ্বিতীয় আয়াতে ইকতিদা করে আর ইমাম প্রথম রাকাতে সিজদাহ করে ফেলে থাকে তাহলে নামাজ শেষ করেই তাকে সিজদাহ আদায় করতে হবে। আর যদি যে রাকাতে আয়াতে সিজদাহ পড়া হয়েছে সেই রাকাতের সিজদাহর আগে সে ইকতিদা করে তাহলে তো ইমামের সাথেই সিজদাহ আদায় করবে। আর সিজদাহর পরে ইকতিদা করলে তার আর সিজদাহ আদায় করতে হবে না।
প্র : কোন নামাজীর উপর নামাজের ভেতর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছিল কিন্তু সে যে কোন কারণে ওয়াজিব সিজদাহ আদায় করলো না। এমতাবস্থায় নামাজের বাইরে সে কী ঐ সিজদাহ আদায় করতে পারবে?
উ : না করতে পারবে না। কারণ নামাজের মধ্যে ওয়াজিব হওয়া সিজদাহ নামাজের ভেতরেই আদায় করতে হয়। বাইরে করার কোনো অবকাশ নেই। তাই ভুলবশতঃ ঐ সিজদাহ ছেড়ে দিলে কোন কিছু করার নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড়লে নামাজীকে গোনাহগার হতে হবে।