Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on June 28, 2015, 08:18:42 PM

Title: আর্কিমিডিসের লিভার ও পুল
Post by: mostafiz.eee on June 28, 2015, 08:18:42 PM
আমার সবাই আর্কিমিডিসের নাম জানি । তিনি পদার্থ বিজ্ঞানে অনেক আবদান রেখেছেন।সম্রাট সাইরাকিউ এর শাসন আমলে তিনি ৪০ টি আবিষ্স্কার করেন। আর্কিমিডিসের একটি আবিস্কার হল পুল ও লিভার।একবার কোন একটি জাহাজ চরায় এমন ভাবে আটকে গিয়ে ছিল যে আর কোন ভাবেই পানিতে বাসানো সম্ভব হচ্ছিল না ।আর্কিমিডিস সব কিছু ভাল ভাবে দেখলেন ।তার মনে হল একমাত্র যদি এই জাহাজ টাকে উঁচু করে তূলা যায় তবে এই জাহাজ টাকে পানিতে ভাসানো সম্ভব। আর্কিমিডিসের কথা সবাই হেসে উড়িয়ে দিল। অল্প কয়েক দিনের মধ্যে আর্কিমিডিস আবিষ্কার করলেন লিভার ও পুল। তিনি জাহাজ ঘাটে একটা উঁচু জায়গায় লিভার খাটবার ব্যবস্থা করলেন ও তার মধ্যে বিরাট একটা দড়ির একটা প্রান্ত জাহাজের সাথে বেঁধে দিলেন। এই অদ্ভূত ব্যাপার দেথতে সম্রাট নিজেই আসলেন জাহাজ ঘাটায়। তারপর আর্কিমিডিস আর সম্রাট তাদের সমস্ত শক্তি দিয়ে দড়ি টা ধরে টান দিলেন। আর অবাক কাণ্ড সাথে সাথে নড়ে উঠল জাহাজ। চারিদিকে চিৎকার করে উঠে এইবার সবাই সম্রাটের সাথে দড়িতে হাত লাগালেন। সকলে মিলে টান দিতেই সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠতে আরম্ভ করল , তখন সম্রাট খুশিতে বুকে জরিয়ে ধরলেন আর্কিমিডিসকে।
Title: Re: আর্কিমিডিসের লিভার ও পুল
Post by: mahmud_eee on June 29, 2015, 08:30:00 AM
 ;D
Title: Re: আর্কিমিডিসের লিভার ও পুল
Post by: abdussatter on June 30, 2015, 09:56:04 AM
 :) :)