Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: Lazminur Alam on July 04, 2015, 04:26:36 PM
-
পুরোনো লোগো, নতুন লোগোপ্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন আনল জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ২০০৫ সালের পর এবারই নিজেদের লোগোতে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। শুধু ফেসবুকের প্রথম অক্ষর ‘এফ’ ছাড়া বাকি সবগুলো অক্ষরেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানালেও ফেসবুকের পণ্য নকশাকারী ক্রিস্টোফ টোজেট বিষয়টি টুইটারে জানিয়েছেন। নিজের এক টুইট পোস্টে ফেসবুকের নতুন লোগোর একটি ছবি দিয়ে উল্লেখ করেন, ফেসবুকের নতুন লোগোকে হ্যালো বলুন।
নতুন এ লোগো পরিবর্তনটি হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই। তবে একটু ভালোভাবে নজর দিলেই বিষয়টি নজরে পড়ে। এফ ছাড়া ফেসবুকের বাকি অক্ষরগুলোতে এসেছে পরিবর্তন। আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে নতুন লোগোটি ব্যবহৃত হচ্ছে। নতুন এ লোগোর ঘোষণার পাশাপাশি এ লোগো তৈরিতে কে কে কাজ করেছেন ক্রিস্টোফ সেটিও আলাদা এক টুইটে উল্লেখ করেছেন। তাতে বলা হয়, নতুন এ লোগো তৈরিতে ফেসবুকে পণ্য নকশাকারী দলের জোশ ডব্লিউ উইগিন্স, টিম বিলোনেক্স, এরিক ওলসেন এবং ক্রিউ। এর আগে ২০১২ সালেও ফেসবুকের নতুন একটি লোগো তৈরি করেছিলেন ফেসবুকের সাবেক নকশাবিদ বেন বেরি। সব ঠিক থাকলেও পরবর্তী সময়ে ফেসবুক বোর্ড নতুন লোগোর বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। অবশেষে তিন বছর পর পরিবর্তন এল ফেসবুকের মূল লোগোতে।
Source: http://www.prothom-alo.com/technology/article/569263/ফেসবুকের-লোগোতে-পরিবর্তন