Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: Faruq Hushain on July 07, 2015, 02:46:54 PM
-
বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছে ভারতের হায়দ্রাবাদে। দেশটির তেলেঙ্গনা রাজ্যের তথ্যমন্ত্রী কে টি রামা রাও এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র সফররত রাও এক টুইটার বার্তায় বলেন, গুগল ও তেলেঙ্গনা রাজ্যের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওই সমঝোতা স্মারক অনুযায়ী কোম্পানিটি হায়দ্রাবাদে একটি ক্যাম্পাস নির্মাণ করবে। যা যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ক্যাম্পাস হবে।
তিনি জানান, এশিয়ায় এটি হবে গুগলের প্রথম ক্যাম্পাস। যা তৈরি হবে ২০ হাজার বর্গ ফুট জায়গা নিয়ে। এর জন্য ব্যয় হবে এক হাজার কোটি রুপি। যা সম্পন্ন করতে ১৩ হাজার শ্রমিকের চার বছর সময় লাগবে।
রামা রাও আরও জানান, গুগলের রিয়েল এস্টেট ও ওয়ার্কপ্লেস বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ডেভিড র্যাডক্লিফ এবং তেলেঙ্গনা রাজ্যের তথ্য সচিব জয়েশ রঞ্জন ওই সমঝোতা স্মারকে সই করেন। যা অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউয়ে অবস্থিত গুগলের হেডকোয়ার্টারে। সূত্র : ইন্ডিয়া টুডে।
-
Thanks for sharing.
-
thanks