Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: tany on July 08, 2015, 12:54:50 PM

Title: শব্দের চেয়ে দ্রুতগামী প্লেন বানাল যুক্তরাষ্ট্র
Post by: tany on July 08, 2015, 12:54:50 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তৈরি করছে নেক্সট জেনারেশন ‘হাইপারসনিক জেট প্লেন’। যা বুলেটের চেয়ে দ্রুত ছুটবে এমনকি তা শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুতগামী হবে।
মার্কিন সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ‘এক্স-৫১এ ওয়েভরাইডার’ নামের এই জেট প্লেন ২০২৩ সালের মধ্যেই আকাশে উড়বে। হাইপারসনিক জেট প্লেনের কল্পিত চিত্র ২০১৩ সালে প্রথমবার এই ধরনের জেট বিমান পরীক্ষামূলকভাবে উড়ান হয়। বিমানটি মাত্র ৬ মিনিটের মধ্যেই শব্দের চেয়ে দ্রুতগামী হয়ে ওঠে। পরীক্ষা নিরীক্ষার পরে তা ইচ্ছে করে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়া হয়। মার্কিন এয়ারফোর্স ইঞ্জিনিয়াররা তথা ‘ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোজেক্ট এজেন্সি’ (ডারপা) এই বিমান তৈরির দায়িত্বে রয়েছে।
হাইপারসনিক স্পিডের সঙ্গে পাল্লা দিতে কী কী জিনিস এই বিমান গড়তে লাগবে তা নিয়েই আপাতত গবেষণা চলছে। এই বিমানটি ঘোরাফেরা ক্ষেত্রে ভগ্নাংশেরও কম সময় লাগবে। ফলে একদম স্বল্প সময়ে কীভাবে গোটা সিস্টেমটিকে কাজ করানো যায় তা-ও খতিয়ে দেখছেন গবেষকেরা।
Title: Re: শব্দের চেয়ে দ্রুতগামী প্লেন বানাল যুক্তরাষ্ট্র
Post by: farihajaigirdar on July 08, 2015, 01:44:04 PM
wow..