Daffodil International University

Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: maahmud on July 08, 2015, 05:29:35 PM

Title: কল্পনা!!
Post by: maahmud on July 08, 2015, 05:29:35 PM
কয়েক বছর আগে খ্যাতিমান যাদু শিল্পী জুয়েল আইচ বার্জার পেইন্টের একটা বিজ্ঞাপনে বলেছিল, কল্পনার সব রঙ এখন বাস্তব। আসলেই কি কল্পনার সব রঙ বাস্তবে পাওয়া যায়, বা কল্পনা সত্যি হয়? কষ্টের রঙ নাকি নীল।  আমি যখন কষ্ট পাই আমার আশে পাশে কোন নীল রঙ ছড়িয়ে পড়ে না। যদি পড়ত ভাল হত।

কল্পনা মানুষ অনেক কিছুরই করে। কিন্তু বাস্তব কি হয়? সকালে ঘুম থেকে উঠার সময় কল্পনা করে, কোন কারনে যদি অফিস যাওয়া না লাগত। রাতে ঘুমানোর সময় কল্পনা করে, ভালবাসার মানুষটা যদি কাছে থাকত।  অনেক কল্পনা আছে যেগুলো বাস্তব হলে সমাজ সংসারের কাছে নিন্দনীয় হতো। অনেক কল্পনা অকালেই ঝরে পড়ে। অনেক কল্পনা সুখের আবেশ তৈরি করে, কিছু কল্পনা মানুষকে কষ্টও দেয়। তারপরও কি মানুষ কল্পনা করা থেকে বিরত থাকে?

রবীন্দ্রনাথ কল্পনাকে তুলনা করেছেন বাতাসে স্বপ্ন বোনার সাথে,

আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে--
তা আকাশকুসুম করিনু চয়ন হতাশে।

পরিশেষে বলব,

আমি কল্পে কল্পিত...
অনুভবের কল্পনায় শিহরিত
শুধু তোমার জন্য!!