Daffodil International University

Faculty of Humanities and Social Science => Law => Topic started by: AbdurRahim on July 09, 2015, 10:01:04 AM

Title: Sample Question for Bar Council exam 2
Post by: AbdurRahim on July 09, 2015, 10:01:04 AM
১। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে কোন চুক্তি বা লিখিত দলিল সংশোধন করা জায়?
a)   ৪১,
b)   ৩১
c)   ১১
d)   ২১
২. ক, খ এর নিকট ১৫০ বিঘা জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধহ হল। কিন্তু পরে দেখা গেল যে ১৩০ বিঘা জমি ক এর মালিকানাধিন এবং বাকি ২০ বিঘা গ মালিক। এবং সে তার এই অংশ দিতে অস্বীকৃতি জানাই। এ ক্ষেত্রে প্রতিকার কি?
a)   খ এর মামলা ক্রমে ক কে উক্ত ১৩০ বিঘা জমি খ এর নিকট হস্তান্তর করার এবং বাকি ২০ বিঘা জমি হস্তান্তর না করার জন্য ক্ষতি পুরুনের আদেশ দেওয়া জেতে পারে
b)   ক এর আবেদন ক্রমে খ কে উক্ত জমির দখল গ্রহন দিয়া চুক্তি অনুসারে ক্রয়মূল্য ক কে অর্পণ করার নির্দেশ দিতে পারে
c)   কোনটিই নয়
d)   A+B
৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২২ ধারা মতে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
a)   সুনির্দিষ্ট কারজ সম্পাদন আদালতের বিবেচনামুলক ক্ষমতা
b)   আদালতের বিবেচনামুলক ক্ষমতা হবে বিচার বিভাগীয় প্রথিস্তিও মুলনিতি দ্বারা নিওন্ত্রিতিও
c)   সুনির্দিষ্ট কারজ সম্পাদনের ডিক্রি প্রদান আইনসম্মত শুধু আই কারনেই আদালত তেমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য থাকবে
d)   B+C
৪. ক, খ এর নিকট ২ লক্ষ টাকায় একটা বারি বিক্রয় করার জন্য চুক্তিবধ হল। চুক্তি সম্পন্ন করার পরদিন বাড়িটি বিধ্বস্ত হল, এ ক্ষেত্রে,
a)   সম্পন্ন চুক্তিটি পালন অসম্ভব হয়ে যাবে
b)   বিলুপ্ত অংশটুকুর জন্য সুনির্দিষ্ট পালন অসম্ভব হয়ে যাবে
c)   যতটুকু অংশের অস্তিত্ব থাকবে তার ক্রয়মূল্য প্রদানের জন্য খ কে বাধ্য করা যাবে
d)   B+C
৫. কখন আক্তি দলিল সংশোধন করা যাবে?
a)   প্রতরনার মাধমে তৈরি দলিল যা সত্যিকার উদ্দেশ্য বাক্ত না হলে
b)   যে কোন সময়ে
c)   দলিল যদি বে আইনিভাবে তৈরি হয়
d)   A+B
৬. নিম্ন বর্ণিত কোন মামলায় ad valorem কোর্ট ফি দিতে হয় না
a)   দলিল বাতিল
b)   বন্তন মামলায়
c)   দখল পুন্রুধার
d)   চুক্তি বলবত করনের মামলায়।
৭. চুক্তির বড় অংশ সুনির্দিষ্ট ভাবে সম্পাদনের এবং বাকি অংশের জন্য আর্থিকভাবে খতিপুরুনের বিধান আইনের কত ধারাই আছ?
a)   12
b)   13
c)   14
d)   15
৮. সুনির্দিষ্ট আইনের কত ধারা অনুযায়ী একটি চুক্তির আংশিক পালন করা যায়
a)   ১৪
b)   ১২
c)   ১৫
d)   A+C
৯. সুনির্দিষ্ট কারজ্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের
a)    ইছাধিন
b)   বাধকর
c)   আইনগত
d)   সহজাত

Title: Re: Sample Question for Bar Council exam 2
Post by: Ferdousi Begum on July 12, 2015, 04:11:25 PM
It will be helpful for the students.
Title: Re: Sample Question for Bar Council exam 2
Post by: Sonali_Rani on July 26, 2015, 02:28:10 PM
 Good initiative.