Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Ramadan and Fasting => Topic started by: faruque on July 09, 2015, 12:23:46 PM
-
এতেকাফ : বান্দা ও আল্লাহর মাঝে প্রেমের প্রহর
রমজান মাসের শেষ ১০ দিনে এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা কেফায়া। সুন্নাতে মুআক্কাদা বলা হয় এমন সুন্নাতকে যা পালন না করলে গুনাহ হয়। আর কেফায়া বলা হয় এমন ইবাদতকে যা কিছু মানুষ আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। রমজানের শেষ ১০ দিনের এতেকাফ এমন ইবাদত যা প্রত্যেক মসজিদের আওতাধীন এলাকার কিছু লোক আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কেউ আদায় না করলে সবার গুনাহ হবে। এতেকাফ যেমনি কিছুটা কষ্টসাধ্য তেমনি অনেক ফজিলত ও মর্যাদাপূর্ণ। প্রিয় নবী (সা.) এতেকাফের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন। হজরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে, নবী কারিম (সা.) সব সময় রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন যাবত না আল্লাহতায়ালা তাকে উঠিয়ে নিয়েছেন। তারপর তাঁর বিবিগণও এতেকাফ করেছেন। বুখারি, মুসলিম। উল্লেখ্য, মহিলারা ঘরের একটি রুমে রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতে পারে। এতে তারা অনেক সওয়াবের অধিকারী হবে। এতেকাফের যাবতীয় নিয়মাবলি পালন করা মহিলাদের জন্যও জরুরি। হাদিসের কিতাবে পাওয়া যায়, হজরত আনাস (রা.) বলেন, নবী কারিম (সা.) প্রত্যেক রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। কিন্তু এক বছর তিনি তা করতে পারলেন না। অতঃপর পরবর্তী বছর যখন এলো তিনি ২০ দিন এতেকাফ করলেন। তিরমিজি। রসুল (সা.) আরও বলেন, এতেকাফকারী গুনাহ থেকে বিরত থাকে এবং তার আমলনামায় সর্ব প্রকার নেকি লেখা হয়। যেরূপভাবে নেক আমলকারীর আমলনামায় লেখা হয়। ইবনে মাজাহ। হজরত আয়েশা (রা.) বলেন, এতেকাফকারীর জন্য এই নিয়ম পালন করা আবশ্যক (১) সে যেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায় (২) কোনো জানাজায় হাজির না হয় (৩) স্ত্রী সহবাস না করে (৪) তার সঙ্গে ঘেঁষাঘেঁষিও না করে (৫) একান্ত প্রয়োজন ব্যতীত বাইরে না যায় (৬) এতেকাফ রোজা ব্যতীত হয় না (৭) এতেকাফ জামে মসজিদ ছাড়া হয় না। আবু দাউদ। উল্লেখ্য, রমজানের এতেকাফ সুন্নাতে মুআক্কাদা। এটা রোজা ছাড়া হয় না। নফল এতেকাফ রোজা ছাড়াও হয়। মহিলারা এতেকাফ করবে ঘরে, পুরুষরা মসজিদে। এতেকাফ করার কারণে যদিও বাইরে বের হয়ে মানুষের সেবা করা, জানাজায় শরিক হওয়া ইত্যাদি অনেক ইবাদত-বন্দেগি করা যায় না তবু আল্লাহপাক তাকে সেই সওয়াব দিয়ে দেন। রমজানে যদি কেউ রোজা না রেখে এতেকাফ করে তাহলে তার এতেকাফ হবে না। বছরের অন্যান্য সময় আমরা ইচ্ছা করলে নফল এতেকাফ করতে পারি। সেটা রোজা ছাড়াও হবে। মহান আল্লাহ আমাদের সহিহ শুদ্ধভাবে এতেকাফ করার তৌফিক দান করুন। আমিন।
লেখক : খতিব, বাইতুর রহমত জামে মসজিদ, গাজীপুরা, টঙ্গী।
- See more at: http://www.bd-pratidin.com/islam/2015/07/07/92121#sthash.gX6gvGEz.dpuf